• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২২, ০৪:৪৩ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২৩, ২০২২, ১০:৪৯ পিএম

সৌরভের বুকে মিথিলা, ঘনিষ্ঠতা দেখে সৃজিত যা ভাবছেন

সৌরভের বুকে মিথিলা, ঘনিষ্ঠতা দেখে সৃজিত যা ভাবছেন

বিয়ের কারণে বর্তমানের কলকাতার বাসিন্দা এখন বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। সেখানে কাজেও ব্যস্ত রয়েছেন এই অভিনেত্রী। এখন ব্যস্ত রয়েছেন ‘মন্টু পাইলট’ সিনেমার শুটিং নিয়ে।

২০১৯ সালের জনপ্রিয় সিরিজ ‘মন্টু পাইলট’। এর দ্বিতীয় সিজনেই যুক্ত হয়েছেন মিথিলা। বিপরীতে মন্টু পাইলটের ভূমিকায় আছেন সৌরভ দাস। গত ১২ জানুয়ারি থেকে চলছে সিরিজটির শুটিং।
 
একসঙ্গে কাজ করতে গিয়ে সৌরভ ও মিথিলার মধ্যে দারুণ সখ্য হয়ে গেছে। তারা একে-অপরকে এখন দোস্ত বলেও সম্বোধন করছেন। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন সৌরভ। যেখানে দেখা যায়, সৌরভের বুকে মাথায় রেখে হাসিমুখে তাকিয়ে আছেন মিথিলা। তাকে আপন ভালোবাসায় বাহুতে যেন আগলে রেখেছেন অভিনেতা। ছবিটির ক্যাপশনেই সৌরভ লিখেছেন, দোস্ত।

সৌরভ-মিথিলার এমন ঘনিষ্ঠতা দেখে সৃজিত মুখার্জি কী ভাবছেন? নিশ্চয়ই বলছেন, বাবু বেশি এগিয়ো না! তবে হাসতে হাসতে সৌরভ বলেন, সৃজিতদা জানেন, অভিনয়ের প্রয়োজনেই সবকিছু। বাস্তবে কিছুই না! তাই অভিনয় বা পরিচালনার বাইরে কোনো কিছুই তাকে স্পর্শ করে না।

গত ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ছিল। সেদিন শুটিংয়ের ফাঁকেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সৌরভ, মিথিলাসহ পুরো টিম। ওই প্রসঙ্গে অভিনেতা বলেন, টানা দুইদিন ধরে আমরা বৃষ্টিভেজা দৃশ্যে অভিনয় করছিলাম। শীতে কাঁপছি। কিন্তু ভাষা দিবসের আবেদনকে কীভাবে অগ্রাহ্য করি? তাই পরিচালক দেবালয় ভট্টাচার্যের নির্দেশে ওই অবস্থাতেই পালন করেছিলাম দিনটিকে। সাউন্ড বক্সে বেজেছিল ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’।

ইউএম