• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২২, ১২:৪৮ এএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ৩০, ২০২২, ০৬:৫১ এএম

ঈদে বিটিভিতে ৩ পর্বের বিশেষ সিসিমপুর

ঈদে বিটিভিতে ৩ পর্বের বিশেষ সিসিমপুর
সিসিমপুর ‘মিলেমিশে সবে, মাতি উৎসবে’র একটি দৃশ্য ● সংগৃহীত

এবারের ঈদেও ছোট্ট বন্ধুদের জন্য থাকছে ৩ পর্বের বিশেষ সিসিমপুর ‘মিলেমিশে সবে, মাতি উৎসবে’। যা বাংলাদেশ টেলিভিশনের ঈদ অনুষ্ঠানমালায় প্রচারিত হবে ঈদের দিন, ঈদের দ্বিতীয় দিন এবং ঈদের তৃতীয় দিন প্রতিদিন দুপুর ১টায়।

উৎসব, বৈচিত্র্য, মিলেমিশে থাকা এই বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে সাজানো হয়েছে এবারের ঈদের বিশেষ তিন পর্ব। যেখানে আনন্দ আর বিনোদনের মাধ্যমে বিষয়গুলোর গুরুত্ব তুলে ধরবে সিসিমপুরের জনপ্রিয় চরিত্র হালুম, ইকরি আর বাহাদুর।

অনুষ্ঠান তিনটির প্রতি পর্বে শিশুরাও অংশ নেবে। হালুম, ইকরি আর বাহাদুরের সঙ্গে তারা ভার্চুয়ালি মেতে উঠবে ঈদ আড্ডায়। ভাগাভাগি করবে তাদের ঈদ উদযাপনের অনুভূতি।

তিন পর্বের ঈদ স্পেশাল সিসিমপুরের একটি পর্বে তৃতীয় লিঙ্গের একজন তারকা এবং আরেকটি পর্বে শারীরিক প্রতিবন্ধী একজন শিশুও অংশ নেবে। যার মাধ্যমে শিশুদের মাঝে একীভূত করার গুরুত্ব তুলে ধরা হবে।

জাগরণ/বিনোদন/ছোটপর্দা/কেএপি/এমএ