• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ৬, ২০১৯, ০৩:৩৫ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৬, ২০১৯, ০৩:৫৮ পিএম

ঈদুল আজহায় বাংলাভিশনের আয়োজন

ঈদুল আজহায় বাংলাভিশনের আয়োজন
‘অভিমানী কাজল’ নাটকের একটি দৃশ্য

ঈদুল আজহা উপলক্ষে আট দিনব্যাপী আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠানমালার। সেসব অনুঠানের মধ্যে থাকছে ৭ পর্বের ৪টি ধারাবাহিক নাটক, ২৮টি স্বল্প বিরতিসহ ৩৬টি নাটক, ৭টি টেলিফিল্ম, ৯টি বাংলা চলচ্চিত্র এবং অন্যান্য অনুষ্ঠান।

প্রিয় তারকা, বিশেষ দিবস, ভিন্ন আয়োজন আর দর্শক বিনোদন মানেই বাংলাভিশন। প্রতিবারের মতো এবারও ঈদুল আজহা উপলক্ষে বাংলাভিশন আয়োজন করেছে আট দিনব্যাপি ভিন্নধর্মী বিশেষ অনুষ্ঠানমালার। উল্লেখযোগ্য আয়োজনের মধ্যে রয়েছে দেশের খ্যাতনামা নাট্যপরিচালকদের নির্মিত নাটক ও টেলিফিল্ম, জনপ্রিয় বাংলা চলচ্চিত্র এবং নতুন ও বৈচিত্র্যময় অনুষ্ঠান।  

ধারাবাহিক নাটক 
সাগর জাহানের রচনা ও পরিচালনায় ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘কবুল বলিল কে’। প্রচার হবে ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে। অভিনয়ে মোশাররফ করিম, অপর্ণা, ফজলুর রহমান বাবু, সাজু খাদেম, ফারুক আহমেদ, আরফান আহমেদ, মারজুক রাসেল, খুশী, জুঁই করিম, রিমু, রেজা, মাসুদ হারুন প্রমুখ।

৭ পর্বের ধারাবাহিক নাটক ‘অতঃপর শিক্ষিত বউ’। কাজী শাহীদুল ইসলামের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সালাহ্উদ্দিন লাভলু। প্রচার হবে ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন রাত ১১টায়। অভিনয়ে সালাহ্উদ্দিন লাভলু, নিলয়, শশী, গোলাম ফরিদা ছন্দা, আহসানুল হক মিনু, মৃণাল দত্ত, আশরাফুল আশিস, মিহি আহসান, সায়রা স্মৃতি, মিথিলা, সুকন্যা ইসলাম প্রমুখ।

‘লেডি কিলার ২’ নাটকের একটি দৃশ্য

মাসুদ সেজানের ‘চরিত্র: ভাড়াটিয়া’। প্রচার হবে ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন রাত ৯টা ৫৫ মিনিটে। অভিনয়ে চঞ্চল চৌধুরী, নুসরাত ইমরোজ তিশা, ডা. এজাজ, শামীমা নাজনীন, সাজ্জাদ রেজা প্রমুখ।

ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন রাত ৮টা ৪০ মিনিটে প্রচার হবে ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘আলাল-দুলাল’। রচনায় মুনতাহা বৃত্তা, পরিচালনায় আবু হায়াত মাহমুদ। অভিনয়ে জাহিদ হাসান, সালাহউদ্দিন লাভলু, তিশা, শবনম ফারিয়া, তানিয়া আহমেদ, আরফান আহমেদ, সাজু খাদেম প্রমুখ। 

টেলিফিল্ম
ঈদের দিন বেলা ২টা ১০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘বাহিরে উড়ে জোছনা’। মোহন খানের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন সজল, ভাবনা, ফারজনা চুমকি, কাজল সুবর্ণ, প্রাণ রায়, উদয়, সোহান প্রমুখ। জাকারিয়া সৌখিনের রচনা ও পরিচালনায় টেলিফিল্ম ‘অপেক্ষার নাম তুমি’ প্রচার হবে ঈদের দ্বিতীয় দিন বেলা ২টা ১০ মিনিটে। এতে অভিনয় করেছেন অপূর্ব, জাকিয়া বারী মম প্রমুখ।

মহিদুল মহিমের রচনা ও পরিচালনায় টেলিফিল্ম ‘কাছে দূরে’ প্রচার হবে ঈদের তৃতীয় দিন বেলা ২টা ১০ মিনিটে। এতে অভিনয় করেছেন অপূর্ব, মেহজাবিন প্রমুখ। অনিমেষ আইচের রচনা ও পরিচালনায় ‘ফেরা’ প্রচার হবে ঈদের চতুর্থ দিন বেলা ২টা ১০ মিনিটে। টেলিফিল্মে অভিনয় করেছেন চিত্রনায়ক ইমন, ভাবনা, রওনক হাসান, মামুনুর রশিদ প্রমুখ। এস এ হক অলিকের রচনা ও পরিচালনায় ‘জমিদার’ প্রচার হবে ঈদের পঞ্চম দিন বেলা ২টা ১০ মিনিটে। টেলিফিল্মে অভিনয় করেছেন রিয়াজ, সালাহউদ্দিন লাভলু, শবনম ফারিয়া, দিলারা জামান প্রমুখ। 

‘বাহিরে উড়ে জোসনা’ টেলিফিল্মের একটি দৃশ্য

সুমন আনোয়ারের রচনা ও পরিচালনায় টেলিফিল্ম ‘নীলমায়া’ প্রচার হবে ঈদের ষষ্ঠ দিন বেলা ২টা ১০ মিনিটে। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, জাকিয়া বারি মম, শ্যামল মাওলা প্রমুখ। মহিদুল মহিমের রচনা ও পরিচালনায় টেলিফিল্ম ‘টু মাচ লাভ’ প্রচার হবে ঈদের সপ্তম দিন বেলা ২টা ১০ মিনিটে। এতে অভিনয় করেছেন অপূর্ব, মেহজাবিন প্রমুখ। 

একক নাটক 
শামীম জামানের রচনা ও পরিচালনায় নাটক ‘বুক পকেট’ বাংলাভিশনে প্রচার হবে ঈদের আগের দিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিম, নাবিলা, শামীম জামান প্রমুখ।

কাজল আরেফিন অমির রচনা ও পরিচালনায় নাটক ‘মি অ্যান্ড ইউ’ বাংলাভিশনে প্রচার হবে ঈদের দিন বিকেল ৫টা ৫ মিনিটে। নাটকে অভিনয় করেছেন নিশো, তানজিন তিশা প্রমুখ। তার আরো একটি নাটক ‘ব্যাচেলর ঈদ’ প্রচার হবে ঈদের দিন বিকেল ৫টা ৫৫ মিনিটে। এতে অভিনয় করেছেন তৌসিফ, মিশু সাব্বির, সাফা প্রমুখ। ইমরান ইমনের পরিচালনায় নাটক ‘রাজকুমারী কিংবা লাবণ্যর গল্প’ প্রচার হবে ঈদের দিন রাত ৭টা ৫০ মিনিটে। নাটকে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, সজল, ফজলুর রহমান বাবু প্রমুখ। সেজান নূরের রচনা ও মাহমুদুর রহমান হিমির পরিচালনায় নাটক ‘অপ্রত্যাশিত ভালোবাসা ৩’ প্রচার হবে ঈদের দিন রাত ৯টা ৫ মিনিটে। অভিনয় করেছেন নিশো, মেহজাবিন প্রমুখ। আদিবাসি মিজানের রচনা ও জাহিদ হাসানের পরিচালনায় নাটক ‘অভিমানী কাজল’ প্রচার হবে ঈদের দিন রাত ১১টা ৪৫ মিনিটে। অভিনয় করেছেন জাহিদ হাসান, নাদিয়া নদী, নেহা, শামীমা নাজনীন, পাভেল, মমিন বাবু প্রমুখ।

‘বিশ্ব টাউট’ নাটকের একটি দৃশ্য

কাজল আরেফিন অমির পরিচালনায় নাটক ‘ইনকমপ্লিট’ প্রচার হবে ঈদের দ্বিতীয় দিন বিকেল ৫টা ৫ মিনিটে। নাটকে অভিনয় করেছেন তাহসান, মেহজাবিন প্রমুখ। মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নাটক ‘শিশির বিন্দু’ প্রচার হবে ঈদের দ্বিতীয় দিন বিকেল ৫টা ৫৫ মিনিটে। অভিনয় করেছেন অপূর্ব, তানজিন তিশা প্রমুখ। সাগর জাহানের রচনা ও পরিচালনায় নাটক ‘মায়া সবার মতো না’ প্রচার হবে ঈদের দ্বিতীয় দিন রাত ৭টা ৫০ মিনিটে। অভিনয় করেছেন তাহসান, মেহজাবিন প্রমুখ। মিজানুর রহমান আরিয়ানের রচনা ও পরিচালনায় নাটক ‘লাইফ ইন্স্যুরেন্স’ প্রচার হবে ঈদের দ্বিতীয় দিন রাত ৯টা ৫ মিনিটে। অভিনয় করেছেন অপূর্ব, মিথিলা প্রমুখ। প্রবীর রায়ের পরিচালনায় নাটক ‘রিলেশনশিপ’ প্রচার হবে ঈদের দ্বিতীয় দিন রাত ১১টা ৪৫ মিনিটে। অভিনয় করেছেন অপূর্ব, মেহজাবিন, কাজী আসিফ প্রমুখ।

ইমরাউল রাফাতের পরিচালনায় নাটক ‘লাকী ভাই’ প্রচার হবে ঈদের তৃতীয় দিন বিকেল ৫টা ৫ মিনিটে। নাটকে অভিনয় করেছেন অপূর্ব, তানজিন তিশা প্রমুখ। আওরঙ্গজেবের রচনা ও রাফাত মজুমদার রিংকুর পরিচালনায় নাটক ‘খবরওয়ালা’ প্রচার হবে ঈদের তৃতীয় দিন বিকেল ৫টা ৫৫ মিনিটে। অভিনয় করেছেন নিশো, মেহজাবিন প্রমুখ। মাবরুর রশিদ বান্নাহর রচনা ও পরিচালনায় নাটক ‘লেডি কিলার ২’ প্রচার হবে ঈদের তৃতীয় দিন রাত ৭টা ৫০ মিনিটে। অভিনয় করেছেন তাহসান, তিশা প্রমুখ। মুনতাহা বৃত্তার রচনা ও আবু হায়াত মাহমুদের পরিচালনায় নাটক ‘ট্রাস্ট মি’ প্রচার হবে ঈদের তৃতীয় দিন রাত ৯টা ৫ মিনিটে। অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, রিচি সোলায়মান প্রমুখ। আশরাফুল চনচলের রচনা ও মারুফ মিঠুর পরিচালনায় নাটক ‘সেই রকম বাকীখোর’ প্রচার হবে ঈদের তৃতীয় দিন রাত ১১টা ৪৫ মিনিটে। অভিনয় করেছেন মোশাররফ করিম, ঈশানা, খায়রুল আলম টিপু প্রমুখ।

‘ব্যাচেলর ঈদ’ নাটকের একটি দৃশ্য

ওসমান মিরাজের পরিচালনায় নাটক ‘বকুল কথা’ প্রচার হবে ঈদের চতুর্থ দিন বিকেল ৫টা ৫ মিনিটে। অভিনয় করেছেন তিশা, ইরফান সাজ্জাদ প্রমুখ। রিংকুর পরিচালনায় নাটক ‘শুকনো চা পাতা’ প্রচার হবে ঈদের চতুর্থ দিন বিকেল ৫টা ৫৫ মিনিটে। অভিনয় করেছেন তৌসিফ, সাফা কবির প্রমুখ। আশফাক নিপূণের পরিচালনায় নাটক ‘আগন্তুক’ প্রচার হবে ঈদের চতুর্থ দিন রাত ৭টা ৫০ মিনিটে। অভিনয় করেছেন নিশো, সাফা কবির, ইয়াশ রোহান প্রমুখ। জুয়েল এলিনের রচনা ও জাহিদুর রহমানের পরিচালনায় নাটক ‘সুরত’ প্রচার হবে ঈদের চতুর্থ দিন রাত ৯টা ৫ মিনিটে। অভিনয় করেছেন মোশাররফ করিম, নাদিয়া প্রমুখ। মাবরুর রশিদ বান্নাহর পরিচালনায় নাটক ‘শেষ কথা’ প্রচার হবে ঈদের চতুর্থ দিন রাত ১১টা ৪৫ মিনিটে। অভিনয় করেছেন তাহসান, সারিকা প্রমুখ।

রুবেল হাসানের পরিচালনায় নাটক ‘জুঁই তোকে একটু ছুঁই’ প্রচার হবে ঈদের পঞ্চম দিন বিকেল ৫টা ৫ মিনিটে। অভিনয় করেছেন নিশো, মেহজাবিন প্রমুখ। তপু খানের পরিচালনায় নাটক ‘শেষ বিকালে’ প্রচার হবে ঈদের পঞ্চম দিন বিকেল ৫টা ৫৫ মিনিটে। অভিনয় করেছেন তাহসান, মেহজাবিন প্রমুখ। শামস্ করিমের পরিচালনায় নাটক ‘আম্মা vs জান’ প্রচার হবে ঈদের পঞ্চম দিন রাত ৭টা ৫০ মিনিটে। অভিনয় করেছেন মোশাররফ করিম, নাদিয়া নদী প্রমুখ। মিজানুর রহমান আরিয়ানের রচনা ও পরিচালনায় নাটক ‘সাবলেট’ প্রচার হবে ঈদের পঞ্চম দিন রাত ৯টা ৫ মিনিটে। অভিনয় করেছেন অপূর্ব, পূর্ণিমা প্রমুখ। বৃন্দাবন দাসের রচনা ও সকাল আহমেদের পরিচালনায় নাটক ‘বিশ্ব টাউট’ প্রচার হবে ঈদের পঞ্চম দিন রাত ১১টা ৪৫ মিনিটে। অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, সারিকা, শাহনাজ খুশি প্রমুখ। 

‘অতঃপর শিক্ষিত বউ’ নাটকের একটি দৃশ্য

মাবরুর রশিদ বান্নাহর পরিচালনায় নাটক ‘লুজারস ২’ প্রচার হবে ঈদের ষষ্ঠ দিন বিকেল ৫টা ৫ মিনিটে। অভিনয় করেছেন মোশাররফ করিম, ফারিন প্রমুখ। নির্ঝরের পরিচালনায় নাটক ‘সেকেন্ড হাফ / আফটার ব্রেক’ প্রচার হবে ঈদের ষষ্ঠ দিন বিকেল ৫টা ৫৫ মিনিটে। অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, সাফা কবির প্রমুখ। মোস্তফা কামাল রাজের পরিচালনায় নাটক ‘ইনায়েত’ প্রচার হবে ঈদের ষষ্ঠ দিন রাত ৭টা ৫০ মিনিটে। অভিনয় করেছেন নিশো, মেহজাবিন, শহীদুজ্জামান সেলিম প্রমুখ। শুভ্র খানের রচনা ও পরিচালনায় নাটক ‘আমি কে?’ প্রচার হবে ঈদের ষষ্ঠ দিন রাত ৯টা ৫ মিনিটে। অভিনয় করেছেন জাহিদ হাসান, প্রভা প্রমুখ। সারওয়ার রেজা জিমির রচনা ও তুহিন হোসেনের পরিচালনায় নাটক ‘শেষ পর্যন্ত তোমাকে চাই’ প্রচার হবে ঈদের ষষ্ঠ দিন রাত ১১টা ৪৫ মিনিটে। অভিনয় করেছেন অপূর্ব, মেহজাবিন, জুলফিকার চঞ্চল প্রমুখ। 

আব্দুল্লাহ আল মামুনের রচনা ও হাসিব খানের পরিচালনায় নাটক ‘মিউচুয়্যাল ব্রেকআপ’ প্রচার হবে ঈদের সপ্তম দিন বিকেল ৫টা ৫ মিনিটে। অভিনয় করেছেন শবনম ফারিয়া, মিশু সাব্বির, ফারিন প্রমুখ। নাটক ‘ঈদ কার্ড’ প্রচার হবে ঈদের সপ্তম দিন বিকেল ৫টা ৫৫ মিনিটে। অভিনয় করেছেন জোভান, টয়া প্রমুখ। আরবি প্রিতমের পরিচালনায় নাটক ‘স্যাটেলাইট’ প্রচার হবে ঈদের সপ্তম দিন রাত ৭টা ৫০ মিনিটে। অভিনয় করেছেন প্রভা, কাজী আরিফ, বায়েজীদ প্রমুখ। জাকারিয়া সৌখিনের রচনা ও পরিচালনায় নাটক ‘শুনতে কি পাও’ প্রচার হবে ঈদের সপ্তম দিন রাত ৯টা ৫ মিনিটে। অভিনয় করেছেন অপূর্ব, তানজিন তিশা প্রমুখ। মারুফ রেহমানের রচনা ও মিলন ভট্টাচার্যের পরিচালনায় নাটক ‘নালিশ জামাই’ প্রচার হবে ঈদের সপ্তম দিন রাত ১১টা ৪৫ মিনিটে। অভিনয় করেছেন মীর সাব্বির, শবনম ফারিয়া, ফারুক আহমেদ, শিখা মৌ, আব্দুল্লাহ রানা, মিলন ভট্টাচার্য প্রমুখ।

বাংলা চলচ্চিত্র
ইস্পাহানী আরিফ জাহানের পরিচালনায় বাংলা চলচ্চিত্র ‘ঢাকার কিং’ বাংলাভিশনে প্রচারিত হবে ঈদের দিন সকাল ১০টা ৫ মিনিটে। এতে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, মিশা সওদাগর প্রমুখ। বদিউল আলম খোকন পরিচালিত ‘হিরো দ্য সুপার স্টার’ প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টা ৫ মিনিটে। অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, ববি প্রমুখ। সোহানুর রহমান সোহান পরিচালিত ‘জান আমার জান’ প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন সকাল ১০টা ৫ মিনিটে। এতে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, মিশা সওদাগর প্রমুখ। মতিউর রহমান পানু পরিচালিত ‘মনের মাঝে তুমি’ প্রচারিত হবে ঈদের চতুর্থ দিন সকাল ১০টা ৫ মিনিটে। অভিনয় করেছেন রিয়াজ, পুর্ণিমা, যিশু প্রমুখ। 

ঈদের পঞ্চম দিন সকাল ১০টা ৫ মিনিটে প্রচারিত হবে ‘বলনা তুমি আমার’। সুজিত মণ্ডল পরিচালিত এই চলচ্চিত্রে অভিনয় করেছেন শাকিব খান, শখ প্রমুখ। সালাউদ্দিন লাভলুর পরিচালনায় ‘মোল্লা বাড়ির বউ’ প্রচারিত হবে ঈদের ষষ্ঠ দিন সকাল ৯টা ৫ মিনিটে। এতে অভিনয় করেছেন শাবনূর, মৌসুমী, রিয়াজ, এটিএম শামসুজ্জামান, ববিতা প্রমুখ। মালেক আফসারী পরিচালিত ‘মনের জ্বালা’ প্রচারিত হবে ঈদের ষষ্ঠ দিন সকাল ১১টা ৫ মিনিটে। এতে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস প্রমুখ। শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত ‘প্রেমে পড়েছি’ প্রচারিত হবে ঈদের সপ্তম দিন সকাল ৯টা ৫ মিনিটে। এতে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, রোমানা প্রমুখ। পিএ কাজল পরিচালিত ‘অন্তরে আছো তুমি’ প্রচারিত হবে ঈদের সপ্তম দিন সকাল ১১টা ৫ মিনিটে। এতে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস প্রমুখ।

এসজে