• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ৬, ২০১৯, ০৩:৫৩ পিএম

শেবাচিম হাসপাতালে আগুন : আতঙ্কে রোগীরা

শেবাচিম হাসপাতালে আগুন : আতঙ্কে রোগীরা

 

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডে আগুনের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৫ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালের চতুর্থ তলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে এই দুর্ঘটনা ঘটে। এতে রোগীদের তেমন কোনো ক্ষতি না হলেও গোটা হাসপাতাল জুড়ে আতংক ছড়িয়ে পড়ে।

শেবাচিম হাসপাতালের ওয়ার্ড মাস্টার রাসেদুল ইসলাম জানান, রাতে হাসপাতালের চতুর্থ তলায় মহিলা মেডিসিন ওয়ার্ডে সুইজ বোর্ড থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুন ধরে যায়। এ সময় ওয়ার্ডের রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে তারা হুরোহুরি শুরু করে। তাৎক্ষনিকভাবে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। তারা আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

গণপূর্ত মেডিকেল উপ-বিভাগীয় প্রকৌশলী জুবায়েদ বিন জসিম বলেন, ফায়ার সার্ভিসের দেয়া তথ্য অনুযায়ী শর্ট সার্কিটের মাধ্যমে এই আগুনের ঘটনা ঘটেছে। তবে বড় ধরনের দুর্ঘটনার আগেই আমরা ঘটনাস্থলে পৌঁছে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে আগুন নিয়ন্ত্রণে এনেছি। পাশাপাশি সুইজ বোর্ডসহ সংশ্লিষ্ট ক্যাবলগুলো পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হয়েছে।

এসসি/