• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ২০, ২০২০, ০৪:০৮ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ২০, ২০২০, ০৪:০৮ পিএম

দেশে আরও ৩ করোনা আক্রান্ত রোগী শনাক্ত

দেশে আরও ৩ করোনা আক্রান্ত রোগী শনাক্ত
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা ● টিভি থেকে নেয়া

বাংলাদেশে আরও তিনজন কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে।

শুক্রবার (২০ মার্চ) বিকেলে জাতীয় রোগত্বত্ত বিভাগের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। 

আজকের আক্রান্ত তিনজনের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ। তার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তার বয়স ৭০ এর ওপরে। তাকে আইসিইউতে ভর্তি করা হযেছ। নতুন আক্রান্তের একজন ইতালি ভ্রমণ করেছেন। বাকি দু’জন বিদেশ থেকে আগত ব্যক্তির সংস্পর্শে আসার কারণে আক্রান্ত হয়েছে। 

গত ২৪ ঘন্টায় ৫০ জন রোগত্বত্ত বিভাগে এসে সেবাগ্রহণ করেছেন। নমুন পরীক্ষা করা হয়েছে ৩৬ জনের। আইসোলেশনে রাখা হয়েছে ১৯ জনকে ও প্রাতিষ্ঠানিক কোয়ান্টেরাইনে রয়েছেন আরও ৪৪জন।

এসএমএম