• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ৭, ২০২০, ০৭:২৪ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ৭, ২০২০, ০৭:২৪ পিএম

বাড়ছে আক্রান্তের সংখ্যা, গত দুইদিনে সুস্থ নেই কেউ

বাড়ছে আক্রান্তের সংখ্যা, গত দুইদিনে সুস্থ নেই কেউ
ডা. মীরজাদী স্রেবিনা ফ্লোরা ● টিভি থেকে নেয়া

ক্রমেই জটিল হচ্ছে দেশের কোভিড-১৯ পরিস্থিতি। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। বাড়ছে মৃতের সংখ্যাও।

গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত হয়েছে ৪১ জন। মারা গেছে ৫ জন। ৮ মার্চ থেকে এ পর্যন্ত করোনাভাইরাসে দেশে মোট আক্রান্ত হয়েছে ১৬৪ জন। মোট মারা গেছে ১৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৩ জন। তবে গত দুইদিনে কারও সুস্থ হওয়ার খবর পাওয়া যায়নি।

সোমবার (৬ এপ্রিল) আক্রান্তের সংখ্যা ছিল ৩৫ জন। আর মৃতের সংখ্যা ছিল তিনজন। রোববার (৫ এপ্রিল) আক্রান্তের সংখ্যা ছিল ৯ জন।

মঙ্গলবার (৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর এবং জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এর নিয়মিত যৌথ সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী স্রেবিনা ফ্লোরা জানান, নতুন আক্রান্তদের মধ্যে ২০ জনই ঢাকার। ১৫ জন নারায়ণগঞ্জের। মৃত পাঁচজনের চারজনই পুরুষ। বাকীজন নারী। নতুন কেউ সুস্থ হননি।

এসএমএম