• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ৭, ২০২০, ০৯:৩৮ পিএম
সর্বশেষ আপডেট : জুন ৭, ২০২০, ০৯:৩৮ পিএম

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে মোহাম্মদ নাসিম

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে মোহাম্মদ নাসিম

সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের অবস্থা এখনও সংকটাপন্ন। তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন বলে জানিয়েছে মেডিকেল বোর্ড। বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে তাকে।

শুক্রবার (৫ জুন) মস্তিস্কে রক্তক্ষরণ শুরু হলে অস্ত্রোপচার করা হয়। এরপর আর জ্ঞান ফেরেনি তার। রক্তচাপজনিত সমস্যা নিয়ে ১ জুন (সো,বার) রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন। এরপর করোনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসে।

নাসিমের রোগমুক্তি কামনায় ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দোয়া-মাহফিলের আয়োজন করা হয়। এতে ভিডিও কনফারেন্সে যোগ দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

করোনায় আক্রান্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈ সিংকে ঢাকার সিএমএইচে ভর্তি করা হয়েছে। বিমানবাহিনীর হেলিকপ্টারে তাকে ঢাকায় আনা হয়।

করোনায় আক্রান্ত সিলেটের সাবেক মেয়র বদরুদ্দিন আহমদ কামরানকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়েছে। সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসা চলছিল তার।

এসএমএম

আরও পড়ুন