• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ১১, ২০২০, ০৫:৪০ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১১, ২০২০, ০৫:৪০ পিএম

কোভিড-১৯

পুলিশ সদস্যদের মধ্যে ৫১ শতাংশের বেশি সুস্থ

পুলিশ সদস্যদের মধ্যে ৫১ শতাংশের বেশি সুস্থ
ফাইল ছবি

করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হওয়া বাংলাদেশ পুলিশের সদস্যদের মধ্যে ৫১ শতাংশের বেশি সদস্য সুস্থ হয়েছেন। সুস্থ হওয়ার পর তাদের বেশিরভাগই আবারও কাজে যোগ দিয়েছেন।

বাংলাদেশ পুলিশের তত্ত্বাবধানে পরিচালিত হাসপাতালগুলোর উন্নত ও মানসম্মত ‘চিকিৎসা ও সেবায়’ সুস্থতার হার দ্রুততার সঙ্গে বাড়ছে।

বৃহস্পতিবার (১১ জুন) বিকালে পুলিশ সদর দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার পর্যন্ত বাংলাদেশ পুলিশের ৬ হাজার ৯৭০ জন করোনায় আক্রান্ত সদস্যদের মধ্যে ৩ হাজার ৫৬০ জন সদস্য সুস্থ হয়েছেন। শতকরা হিসাবে সুস্থতার হার ৫১ দশমিক শূন্য ৭ শতাংশ। তাদের মধ্যে পুলিশের ২৩ জন মারা গেছেন।

পুলিশ সদস্যদের মধ্যে করোনা সংক্রমণের ঝুঁকি কমাতে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের নির্দেশে বিভিন্ন ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে আক্রান্ত পুলিশ সদস্যদের জন্য সর্বোত্তম সেবা ও শুশ্রূষা নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল ভাড়া করাসহ সব পুলিশ হাসপাতালে চিকিৎসার জন্য পর্যাপ্ত পরিমাণ উন্নত চিকিৎসা সরঞ্জামাদি সংযোজন করা হয়েছে। এ কারণে একদিকে পুলিশে আক্রান্তের হার যেমন ক্রমান্বয়ে কমছে, তেমনি দ্রুততার সঙ্গে বাড়ছে সুস্থতার হার।

এসএমএম

 

আরও পড়ুন