• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২১, ০৪:২৭ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ৭, ২০২১, ০৫:১৪ পিএম

স্তন ক্যানসার বুঝবেন যেভাবে

স্তন ক্যানসার বুঝবেন যেভাবে

নারীদের স্তন ক্যানসার একটি বড় ধরনের রোগ। বিশ্বের অধিকাংশ নারীর ক্যানসার রোগে মৃত্য়ুর তালিকার প্রথমে থাকে ফুসফুসের ক্যানসার। এরপরই দ্বিতীয় প্রধান কারণ হচ্ছে স্তন ক্যানসার।

আমেরিকান ক্যানসার সোসাইটির (এসিএস) মতে, যুক্তরাষ্ট্রে ৩.১ মিলিয়নেরও বেশি নারীরা স্তন ক্যানসার থেকে বেঁচে ফিরেছেন। কিন্তু এই ক্যানসারে মৃত্যু প্রায় ২.৬ শতাংশ। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতির জন্য ১৯৮৯ সাল থেকে স্তন ক্যানসারে মৃত্যুর হার হ্রাস পাচ্ছে।

স্তন ক্যানসার সহজে ধরার উপায় নেই। খুব খেয়াল না করলে নীরবেই বাসা বাঁধে এই রোগটি। চিকিৎসকদের পরামর্শ, নিজেই নিয়মিত পরীক্ষা করে নিতে পারেন। এ বিষয়ে কিছু লক্ষণ দেখা যায়। তা অনুভব করলেই দ্রুত ছুটে যান চিকিৎসকের কাছে।

স্তন ক্যানসারের লক্ষণগুলো

  • স্তনের টিস্যুগুলো জমাট বেঁধে যায়। যা ছোট ছোট চাকা আকারে হাতে অনুভব হয়।
  • বগল বা স্তনে ব্যথা হয়, যা মাসিক চক্রের সঙ্গে পরিবর্তিত হয় না।
  • স্তনের ত্বকে লালচে ভাব হয়। কমলা রঙের পৃষ্ঠের মতো দেখা যায়।
  • স্তনবৃন্তগুলোর চারপাশে কিংবা যেকোনো একটিতে ফুসকুঁড়ি উঠতে পারে।
  • স্তনবৃন্ত থেকে স্রাব বের হতে পারে। অনেক সময় রক্ত জমাট বাঁধার মতো প্রতিফলন হতে পারে।
  • স্তনের আকারে পরিবর্তন আসে। একটির তুলনায় অন্যটি বড় বা ছোট আকার ধারণ করে।
  • স্তনের ওপর ত্বক শুষ্ক হয়ে যায়।

লক্ষণগুলোর প্রতি সচেতনতা প্রয়োজন। এতে এই ক্যানসারে মৃত্যুর ঝুঁকি অনেকটাই কমবে। প্রাথমিক স্তর থেকে চূড়ান্ত পর্যায় পৌঁছানোর আগেই এর প্রতিকার সম্ভব হবে। ৪০ বছর পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন নেই, স্তনের স্ব-পরীক্ষাগুলো যেকোনো বয়সেই আপনি করতে পারেন। রোগীর পরিবারে আগে কারো এ ধরনের ক্যানসারে আক্রান্ত হওয়ার ঘটনা থাকুক বা না থাকুক, একটি ম্যামোগ্রাম টেস্ট করিয়ে ফেলা উচিত।

কারা ঝুঁকির মধ্যে আছেন

  • বয়স্ক নারীরা
  • বংশগত সূত্রে স্তন ক্যানসার হতে পারে।
  • যেসব নারী বাচ্চাকে বুকের দুধ পান করাননি
  • বিআরসিএ-১ ও বিঅআরসি-২ নামক জিনের মিউটেশনের কারণে
  • অল্প বয়সে মাসিক শুরু হওয়া
  • দেরিতে মাসিক বন্ধ হওয়া
  • মদ্যপান করলে
  • ব্রেস্টের কিছু অসুখ থাকলে
  • অন্য কোনো ক্যানসার যেমন কোলন, ডিম্বাশয়ে ক্যানসার হলে।