• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ৭, ২০২১, ১২:০৩ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ৮, ২০২১, ১১:৪২ এএম

করোনায় সুস্থতার পরও থাকছে জটিলতা

করোনায় সুস্থতার পরও থাকছে জটিলতা

করোনাভাইরাসে আক্রান্ত হওয়া মানুষের সংখ্যা যেমন বাড়ছে তেমনি সুস্থও হচ্ছেন অনেকে। তবে সুস্থ হওয়ার পরও বেশ কিছু সমস্যা দেখা দিচ্ছে মানবদেহে। সুস্থ হওয়া মানুষের মধ্যে অনেকেই স্নায়বিক ও মানসিক নানা জটিলতার ভুগছেন, এমনটাই জানিয়েছেন যুক্তরাজ্যের একদল গবেষক।

সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক মেডিকেল জার্নাল ‘দ্য ল্যান্সেটে’ প্রকাশিত প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সুস্থ হওয়ার পর প্রতি তিনজনের মধ্যে একজন ব্যক্তি স্নায়বিক ও মানসিক নানা জটিলতায় ভুগছেন। গত ৬ মাসে সারা বিশ্বেই এ ধরনের রোগীর সংখ্যা বেড়েছে। তাদের মধ্যে অস্থিরতা এবং অসংলগ্ন আবেগজনিত রোগের লক্ষণ দেখা যাচ্ছে।

এই রোগগুলো কখনো কখনো দীর্ঘমেয়াদি রোগেও পরিণত হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

যুক্তরাজ্যের বিজ্ঞানীদের পরামর্শ, করোনাভাইরাস সরাসরি মস্তিষ্কে প্রভাব ফেলে। তাই এ ধরনের জটিলতা দেখা দিচ্ছে। এ ক্ষেত্রে করোনাভাইরাসে নেগেটিভ হওয়ার পরও রোগীর মানসিক স্বাস্থ্যের ওপর মনোযোগী হতে হবে। এটি বেশ গুরুত্বের সঙ্গেই খেয়াল রাখতে হবে। তবে রোগীকে এই সময়ে কোনো মানসিক চাপ দেওয়া যাবে না। পরিবারকেও এ বিষয়ে যত্ন নিতে হবে।