• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ৪, ২০২১, ০২:৫৮ পিএম
সর্বশেষ আপডেট : জুন ৪, ২০২১, ০৩:০৪ পিএম

এবার আতঙ্ক চীনা বার্ড ফ্লু! প্রতিরোধ কী?

এবার আতঙ্ক চীনা বার্ড ফ্লু! প্রতিরোধ কী?

করোনাভাইরাস মহামারি মধ্যেই ফাঙ্গাস আতঙ্ক। ফাঙ্গাসের রহস্য় বের না হতেই সামনে এলো নতুন আতঙ্ক চীনা বার্ড ফ্লু। মানুষের শরীরে নতুন এই ভাইরাসের সন্ধান মিলেছে। এবারও এই ভাইরাসের উৎসে রয়েছে চীন। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম নিউজ-১৮ জানান, চীনের পূর্ব জিয়াংসু প্রদেশে প্রথম দেখা গেছে বার্ড ফ্লু। এই ভাইরাসে সংক্রমিত একজনকে ইতোমধ্যে শনাক্ত করেছে দেশটির স্বাস্থ্য কমিশন।

দেশটির স্বাস্থ্য কমিশন জানায়, গত ২৮ মে শুক্রবার ৪১ বছর বয়সী এক ব্যক্তির শরীরে বার্ড ফ্লু-র এইচ১০এন৩ (H10N3) ভাইরাসের সন্ধান পাওয়া গেছে। সংক্রমিত ব্যক্তির শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসকেরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন। সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে আসা ব্যক্তিদেরও পরীক্ষার করা হচ্ছে।

দেশটির স্বাস্থ্য কমিশন আরও জানায়, কোনও পোলট্রি থেকে মানুষের শরীরে এই ভাইরাসটি গিয়েছে। তবে এটি ছোয়াচে কিনা তা প্রমাণিত হয়নি। কারণ এখনও আর নতুন কারও শরীরে এই নতুন ভাইরাস পাওয়া যায়নি।

এই খবরের পরই আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। করোনাভাইরাসের মতো চীনা বার্ড ফ্লু বিশ্বব্যাপী ছড়িয়ে যেতে পারে বলে ধারনা করছেন বিশেষজ্ঞরা। নতুন এইচ১০এন৩ (H10N3) বার্ড ফ্লু স্ট্রেইনের বিষয়ে বিশেষজ্ঞরা সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন। তাই এই ভাইরাস নিয়ে কিছু তথ্য জানিয়েছেন। 

  • এইচ১০এন৩ (H10N3) ভাইরাসটি পোল্ট্রিতে পাওয়া যায়। যা তুলনামূলকভাবে কম ক্ষতিকর। এতে কম রোগজীবাণু রয়েছে। চীনের দেওয়া তথ্য মতে,  এটি বেশি মানুষের মধ্যে ছড়ানোর সম্ভাবনা কম।
  • ভাইরাসটির সম্পূর্ণ জেনেটিক ব্যাখ্যায় দেখা গিয়েছে, এটি অ্যাভিয়ান প্রজাতির।
  • বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, এইচ১০এন৩ বার্ড ফ্লু স্ট্রেন মানুষের শরীরে সহজেই ছড়িয়ে পড়তে পারে এমন প্রমাণ এখনও পাওয়া যায়নি।
  • বার্ড ফ্লু-র এইচ১০এন৩ স্ট্রেইন এই ভাইরাসের সাধারণ স্ট্রেইন নয়। যেহেতু পোল্ট্রিতে অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দেখা যায়, তাই মানবদেহে এর সংক্রমণ অনিবার্য।

প্রতিরোধের উপায় নিয়ে বিশেষজ্ঞরা জানান_

  • পোল্ট্রিতে যারা কাজ করেন তারা অসুস্থ ও মৃত পাখিদের সংস্পর্শে আসবেন না। নিজেদেরকেই সাবধান হতে হবে।
  • মাস্ক পড়তে হবে।
  • আত্ম-প্রতিরোধ সচেতনতা বাড়াতে হবে।
  • সুস্বাস্থ্যকর খাবারের গুরুত্ব এখানে সবচেয়ে বেশি।