• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ২৪, ২০২১, ১২:৪০ এএম
সর্বশেষ আপডেট : জুন ২৪, ২০২১, ১২:৪০ এএম

ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিলেন প্রায় ৩ হাজার মানুষ

ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিলেন প্রায় ৩ হাজার মানুষ
সংগৃহীত ছবি

দেশে করোনাভাইরাস (কোভিড-১৯) এর ভ্যাকসিন কর্মসূচির আওতায় বুধবার (২৩ জুন) একদিনে ভ্যাকসিন দেয়া হয়েছে ২ হাজার ৭৬৬ ডোজ।

ভ্যাকসিন গ্রহীতাদের মধ্যে পুরুষ ১ হাজার ৮০৯ ও নারী ৯৫৭ জন। এ নিয়ে দ্বিতীয় ডোজ ভ্যাকসিন নিয়েছেন ৪২ লাখ ৭৯ হাজার ১৬৯ জন। এরমধ্যে পুরুষ ২৭ লাখ ৩৩ হাজার ৬০৮ এবং নারী ১৫ লাখ ৪৫ হাজার ৫৬১ জন।

 

প্রথম ডোজের ভ্যাকসিন নিয়েছেন ৫৮ লাখ ২০ হাজার ১৫ জন। এরমধ্যে পুরুষ ৩৬ লাখ ৯ হাজার ৬৫ এবং নারী ২২ লাখ ১০ হাজার ৯৫০ জন।

বুধবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের (এমআইএস) পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

ভ্যাকসিন কর্মসূচি শুরুর পর থেকে প্রথম ও দ্বিতীয় ডোজ মিলে মোট ভ্যাকসিন দেয়া হয়েছে ১ কোটি ৯৮ হাজার ৮০৫ ডোজ। এর মধ্যে সিনোফার্মের টিকা ৫ হাজার ২২৫ ডোজ এবং ফাইজারের ২৪০ ডোজ। বাকিগুলো অক্সফোর্ডের তৈরি অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন।

বিজ্ঞপ্তিতে জানান হয়, বুধবার বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত দেশে টিকার জন্য নিবন্ধন করেছেন ৭২ লাখ ৪৮ হাজার ৮২৯ জন।

রাজধানীর বিভিন্ন হাসপাতালসহ দেশের এক হাজার পাঁচটি হাসপাতালে কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ দেয়া হয়।

গত ৮ এপ্রিল থেকে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ শুরু হয়েছে।

গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনাভাইরাসের ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করেন। সেসময় দুই দিনে মোট ৫৬৭ জনকে ভ্যাকসিন দেয়া হয়।

জাগরণ/এমএ