• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ৭, ২০২১, ০১:১৯ এএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৭, ২০২১, ০৭:২০ এএম

রাত পোহালেই টিকা ক্যাম্পেইন

রাত পোহালেই টিকা ক্যাম্পেইন
প্রতীকী ছবি

আজ শনিবার (৭ আগস্ট) শুরু হচ্ছে টিকা ক্যাম্পেইন। পেছাচ্ছে না একদিনও। তবে লক্ষ্যমাত্রায় এসেছে পরিবর্তন। এখন ৩২ লাখ মানুষকে টিকা দেয়ার পরিকল্পনা করা হয়েছে। আগে লক্ষ্যমাত্রা ছিল কোটির বেশি টিকাদানের।

বদল এসেছে ক্যাম্পেইনের টিকাদান কার্যক্রমেও। টিকা পাবেন বাংলাদেশে আশ্রয় নেয়া আসা মিয়ানমারের বয়স্ক রোহিঙ্গারা।

দেশে গ্রামের ৮৫ ভাগ মানুষ এখনও করোনার টিকার আওতায় আসেনি। তাই সরকারের পরিকল্পনা ছিল ৭ আগস্ট থেকে ১২ আগস্ট ৬ দিনের ক্যাম্পেইনে সারা দেশে ১ কোটির বেশি মানুষকে টিকা দেয়া।

লকডাউনের সময় বাড়ানোয় এই পরিকল্পনা পরিবর্তন করে জানানো হয় ৭ আগস্ট হবে পরীক্ষামূলক টিকাদান। ক্যাম্পেইনের গণটিকাদান শুরু হবে ১৪ আগস্ট। 

টিকা নিতে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু ১৮ বছর বা তার চেয়ে বেশি বয়সের অনেকেরই এনআইডি নেই। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, এ জন্য টিকা নিবন্ধনের সর্বনিম্ন বয়স ২৫ বছর করা হয়েছে।  এরইমধ্যে নিবন্ধিতদের নির্দিষ্ট কেন্দ্রেই টিকা নিতে হবে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, দ্বিতীয় ডোজের যোগান রেখেই এই টিকা ক্যাম্পেইনের পরিকল্পনা করা হয়েছে।

জাগরণ/এমএ