• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০১৯, ০৫:০৮ পিএম

মরোক্কো সফরে প্রিন্স হ্যারি-মেগান মার্কল

মরোক্কো সফরে প্রিন্স হ্যারি-মেগান মার্কল

 

উত্তর আফ্রিকায় প্রথম সরকারি সফরে মরোক্কোয় পৌঁছেছেন যুক্তরাজ্যের ডিউক এন্ড ডাচেস অব সাসেক্স প্রিন্স হ্যারি ও মেগান মার্কল। যুক্তরাজ্যর সঙ্গে মরোক্কোর সম্পর্ক জোরদার করাই রাজদম্পতির তিনদিনের এ সফরের লক্ষ্য। কারণ, ব্রেক্সিটের পর মরোক্কোই হতে চলেছে যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ বাজার।

সফরকালে দেশটিতে নারী-পুরুষ সমতা এবং পল্লী এলাকার নারী শিক্ষার বিষয়টিকেই গুরুত্ব দেবেন প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কল। শনিবার সন্ধ্যায়ই দুইজন কাসাব্লাঙ্কায় পৌঁছান। রোববার এটলাস পর্বতে ‘এডুকেশন ফর অল’ এনজিও পরিচালিত একটি বোর্ডিং হাউজের মেয়েদের সঙ্গে দেখা করতে যান তারা। স্থানীয় বিভিন্ন হাই স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গেও তারা সাক্ষাৎ করবেন। এরপর একটি ফুটবল খেলা দেখতে যাওয়ার কথা রয়েছে তাদের। এর আগে গতবছর হ্যারি ও মার্কল দম্পতি প্রথম ১৬ দিনের সফরে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিজি এবং টোঙ্গা সফর করেন।