• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০১৯, ০২:০২ পিএম

ট্রাম্প-কিম সম্মেলনের আকস্মিক সমাপ্তি

ট্রাম্প-কিম সম্মেলনের আকস্মিক সমাপ্তি
হ্যানয়ে সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প।

 

হোয়াইট হাউসের মুখপাত্র জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের মধ্যে পারমাণবিক ইস্যু নিয়ে শুরু হওয়া শীর্ষ সম্মেলনটি কোনো ধরনের চুক্তি সাক্ষর ছাড়াই ‘শেষ’ করতে হয়েছে। সমঝতাপূর্ণ একটি দ্বীপাক্ষিক চুক্তি সাক্ষর অনুষ্ঠানটিতে বাতিল গোষণা করা হয়েছে।

এক সংবাদ সম্মেলনে ট্রম্প বলেছেন, তার দলের সামনে ‘বেশ কয়েকটি’ বিকল্প পথ থাকলেও শেষ পর্যন্ত ‘সড়ে আসার’ সিদ্ধান্ত গ্রহন করেন। ফলে উদ্দর কোরিয়ার নেতার সঙ্গে দুদিনব্যাপি সম্মেলনটি কোনো চুক্তি ছাড়াই এখনই শেষ করতেই হচ্ছে। ট্রম্প বলেন, ‘কোনো চুক্তি না হওয়াটা ভাল লক্ষণ নয়। আমাদের কিছু বিকল্প পথ খোলা ছিল, কিন্তু পরে আমরা সেগুলো আর গ্রহণ করিনি।’ তবে ট্রাম্প জানান, ‘সামান্য আলোচনা’ও যথেষ্ঠ কার্যকরী ছিল এবং এতে কিমের সঙ্গে সম্পর্ক আরো উন্নত হয়েছে।

ট্রাম্প বলেন, ‘তারা যে কোনো আলোচনার আগে সব নিষেধাজ্ঞা সম্পূর্ণ তুলে নেয়ার দাবি জানায়, আর যা মানা আমাদের জন্য সম্ভব ছিল না। ফলে বাধ্য হয়েই আমাদের আলোচনার টেবিল থেকে সড়ে যেতে হয়েছে।’ ট্রাম্প নিশ্চিত করেছেন, উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা বলবত থাকছে।

সূত্র: সিএনবিসি

এসজেড