• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ১, ২০১৯, ০৫:১১ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১, ২০১৯, ০৫:১৪ পিএম

আনুষ্ঠানিকভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন অমিত শাহ

আনুষ্ঠানিকভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন অমিত শাহ
ভারতের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি সভাপতি অমিত শাহ- ছবি: ইন্টারনেট

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিতীয় মন্ত্রীসভার সদস্য হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী পদে আগেই ঘোষিত হয়েছিলো বিজেপি সভাপতি অমিত শাহের নাম। এবার তার আনুষ্ঠানিকতাও সম্পন্ন হলো।

শনিবার (১ জুন) ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদের তথ্য মতে, এদিন আনুষ্ঠানিক ভাবে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব বুঝে নিলেন বিজেপি সভাপতি অমিত শাহ।

বৃহস্পতিবার (৩০ মে) শপথগ্রহণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার নতুন মন্ত্রিসভা। সেখানে মোদী এবং রাজনাথ সিংয়ের পরেই শপথ নেন অমিত।
 
তবে নিজের এই ছায়াসঙ্গীকে যে গুরুত্বপূর্ণ কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেবেন মোদী, তা এক প্রকার নিশ্চিতই ছিলো। অবশেষে  গতকাল মন্ত্রণালয় বণ্টনের পর দেখা যায় বাস্তবেও তাই হয়েছে। অমিত শাহকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। 

নির্ধারিত কর্মসূচী অনুসারেই শনিবার পার্লামেন্টের নর্থ ব্লকে অবস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে উপস্থিত হন তিনি। পরে সেখানেই তাকে বুঝিয়ে দেয়া হয় মন্ত্রণালয়ের কার্যভার।

এ সময় তাকে স্বাগত জানান ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব রাজীব গুবা।

ইন্ডিয়ান এক্সপ্রেস
এসকে