• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: জুলাই ২৯, ২০১৯, ০২:৫৮ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ২৯, ২০১৯, ০৩:০০ পিএম

জাতিসংঘ প্রতিবেদন

শিশুদের সন্ত্রাসী সংগঠনে সম্পৃক্ত করছে পিকেকে ও ওয়াইপিজি

শিশুদের সন্ত্রাসী সংগঠনে সম্পৃক্ত করছে পিকেকে ও ওয়াইপিজি
ছবি- আনাদলু নিউজ এজেন্সির সৌজন্যে

স্কুলগামী ৩১৩ জন শিক্ষার্থীকে সামরিক কাজে লাগাতে নিয়োগ দিয়েছে সন্ত্রাসী গ্রুপ পিকেকে বা ওয়াইপিজি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব এ্যান্টোনিও গুতেরেস।

শিশুদের সশস্ত্র সংঘাতের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, সন্ত্রাসী গোষ্ঠী কর্তৃক নিয়োগপ্রাপ্ত প্রায় ৪০ শতাংশ শিশু ছিল বালিকা, যাদের মধ্যে ২০ শতাংশই ১৫ বছরের কম বয়সী।

প্রতিবেদনের দেওয়া তথ্য মতে, এই শিশুরা সামরিক প্রশিক্ষণ নিয়েছিল এবং ১১৯ জন মেয়ে সম্মুখ যুদ্ধে লড়াই করেছে।

জাতিসংঘের প্রতিবেদনে প্রকাশিত হয়েছে যে, ওয়াইপিজি বা পিকেকে সন্ত্রাসবাদী দলটি ২৪ টি স্কুল ও হাসপাতালকে প্রশিক্ষণের ক্ষেত্র এবং ১৪ টি স্কুলকে গোলাবারুদ ডিপো হিসাবে ব্যবহার করেছিল।

ওয়াইপিজি হচ্ছে পিকেকে'র সিরিয়া ভিত্তিক সন্ত্রাসী সংগঠন। পিকেকে সন্ত্রাসী সংগঠনটি বিগত ৩০ বছর ধরে তুরস্কে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রায় ৪০ হাজার নারী, পুরুষ ও শিশুর মৃত্যুর কারণ এই পিকেকে সন্ত্রাসী সংগঠন। পিকেকে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়েছে তুরস্ক, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়ন।

আনাদলু এজেন্সি

এসকে

আরও পড়ুন