• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০১৮, ০১:৫০ পিএম

ব্রেক্সিট নিয়ে দ্বিতীয় গণভোট হতে দেবেন না করবিন

ব্রেক্সিট নিয়ে দ্বিতীয় গণভোট হতে দেবেন না করবিন

 

ব্রিটেনের বিরোধী লেবার দলের নেতা জেরেমি করবিন ইউরোপীয় ইউনিয়ন থেকে তার দেশের বেরিয়ে যাওয়ার বিষয়ে দ্বিতীয় গণভোট আয়োজনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন, যদি আগাম নির্বাচন হয় এবং লেবার দল ক্ষমতায় আসে তাহলে তিনি নতুন কোনো গণভোট ছাড়াই ব্রিটেনকে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের করে নেবেন।  

ব্রেক্সিট পরিকল্পনা নিয়ে বর্তমানে ব্রিটেনে যে অচলাবস্থা ও রাজনৈতিক অনিশ্চয়তা চলছে তা নিরসনের ইঙ্গিত দিলেন করবিন। দৈনিক গর্ডিয়ান পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।  

২০১৬ সালের জুন মাসে ব্রেক্সিট নিয়ে ব্রিটেনে গণভোট অনুষ্ঠিত হয়। সেই ভোটে ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়ার পক্ষে দেশটির সংখ্যাগরিষ্ঠ জনগণ রায় দেয়।

করবিন বলেন, তার দল ক্ষমতায় গেলে ব্রিটেনের জনগণের মতামতের প্রতি সম্মান দেখাবে। ইইউ থেকে বেরিয়ে গেলেও সংস্থাটির সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্য সম্পর্ক রাখবেন বলে তিনি মন্তব্য করেন। করবিন এমন বক্তব্য দিলেও লেবার দলের মধ্যে এ ইস্যুতে মতভিন্নতা রয়েছে।  

২০১৯ সালের মার্চ মাসে ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার কথা।

সূত্র: দ্য গার্ডিয়ান

এসজেড/এস_খান