• ঢাকা
  • বুধবার, ২২ মে, ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২০, ০৪:৪৭ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ৭, ২০২০, ০৪:৪৯ পিএম

ট্রাম্পের হুমকি মানবতা বিরোধী অপরাধ: অ্যামনেস্টি ও এইচআরডাব্লিউ

ট্রাম্পের হুমকি মানবতা বিরোধী অপরাধ: অ্যামনেস্টি ও এইচআরডাব্লিউ

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ তাদের প্রকাশিত প্রতিবেদনে বলেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাংস্কৃতিক ও ঐতিহাসিক স্থাপনায় হামলা চালানোর যে হুমকি দিয়েছেন তা সরাসরি যুদ্ধাপরাধ। ওই দুই সংস্থা আলাদা আলাদা বিবৃতিতে ইরানকে হুমকি দেয়া বন্ধ করে আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান প্রদর্শন করতে আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে। পার্স্টুডে

সম্প্রতি মার্কিন বাহিনীর সন্ত্রাসী হামলায় বাগদাদে ইরানের কুদস ফোর্সের কমান্ডার লেঃ জেনারেল কাসেম সোলাইমানির শাহাদাতের পর ইরান কঠোর প্রতিশোধ নেয়ার হুমকি দেয়। ওই হুমকির জবাবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এক টুইটার বার্তায় লিখেছেন, তিনি ইরানের বহু সাংস্কৃতিক স্থাপনাসহ দেশটির মোট ৫২টি স্থঅপনা চিহ্নিত করেছেন এবং মার্কিন স্বার্থে আঘাত আসলে এসব স্থাপনায় হামলা চালানো হবে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে বলেছে, আমেরিকার উচিত এখন এ বক্তব্য দেয়া যে, সে সব আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান প্রদর্শন করবে।

অপর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচও একই ধরনের বক্তব্য দিয়ে বলেছে, মার্কিন প্রেসিডেন্ট ইরানের সাংস্কৃতিক ও ঐতিহাসিক কেন্দ্রগুলোতে হামলার যে হুমকি দিয়েছেন তা বাস্তবায়ন করা হলে তা হবে মারাত্মক যুদ্ধাপরাধ। সংস্থাটির পদস্থ কর্মকর্তা অ্যঅন্ড্রু প্রাসো বলেছেন, মার্কিন প্রেসিডেন্টের উচিত তার বক্তব্য প্রত্যাহার করা এবং এ ঘোষণা দেয়া যে, তিনি এ ধরনের হামলার নির্দেশ দেবেন না।
সূত্র: পার্স্টুডে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

এসকে