• ঢাকা
  • শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ২২, ২০২০, ০৩:২৯ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ২২, ২০২০, ০৩:২৯ পিএম

গাজায় ইসরাইলি তাণ্ডব চলছে; গোলা বর্ষণ করল দখলদার বাহিনী

গাজায় ইসরাইলি তাণ্ডব চলছে; গোলা বর্ষণ করল দখলদার বাহিনী

ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরাইলের তাণ্ডব অব্যাহত রয়েছে। শনিবার(২২ আগস্ট) সকালে রাফাহ ও খান ইউনিসে ট্যাংক থেকে গোলা বর্ষণ করেছে ইহুদিবাদী সেনারা।

গাজার দক্ষিণে আল-কাস্সাম ব্রিগেডের সঙ্গে সম্পর্কিত একটি ইউনিটের দু’টি পর্যবেক্ষণ টাওয়ার লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। এর ফলে কেউ হতাহত হয়নি তবে আর্থিক ক্ষতি হয়েছে।

আজও হামলার পর ইসরাইলি সেনাবাহিনী বরাবরের মতো একই ধরণের অজুহাত দেখিয়েছে।

তারা বিবৃতিতে বলেছে, গাজা থেকে ইসরাইলি ভূখণ্ডে দু’টি রকেট নিক্ষেপের জবাবে হামলা চালানো হচ্ছে। সম্প্রতি ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে আরব আমিরাতের সম্পর্ক স্থাপনের চুক্তি হওয়ার পর থেকে তাণ্ডব বেড়েছে। এই চুক্তির বিরুদ্ধে ফিলিস্তিনিদের মনে নতুন করে ক্ষোভের সঞ্চার হয়েছে।

সম্প্রতি দখলদার ইসরাইল ও আমিরাত পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপনের বিষয়ে একটি চুক্তিতে সই করেছে। দুই দেশের এই চুক্তিকে ফিলিস্তিনিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে অভিহিত করেছেন দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

একইভাবে ফিলিস্তিনের হামাসসহ সব দল ও সংগঠন আমিরাতের ওই পদক্ষেপের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

এম

আরও পড়ুন