• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ২০, ২০২০, ১০:১৪ এএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২০, ২০২০, ১০:১৪ এএম

বিয়েবাড়ি থেকে ফেরার পথে সড়কে ১৪ জনের মৃত্যু 

বিয়েবাড়ি থেকে ফেরার পথে সড়কে ১৪ জনের মৃত্যু 
ছবি: সংগৃহীত

বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে সড়কের পাশে থাকা ট্রাকে এসইউভি কারের ধাক্কায় ছয় শিশুসহ ১৪ জনের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে ভারতের উত্তরপ্রদেশের প্রতাপগড়ের প্রয়াগরাজ-লক্ষ্ণৌ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

দেশটির গণমাধ্যম সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় গাড়িতে থাকা সবাই নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আশপাশের আরো কয়েকজন ।

প্রতাপগড়ের পুলিশ সুপার (এসপি) অনুরাগ আরিয়া বলেন, চাকা পাংচার হয়ে যাওয়ায় ট্রাকটি সড়কের পাশে রাখা ছিল। এ সময় এসইউভি কারটি দ্রুত গতিতে এসে ট্রাকটির পেছনে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই গাড়িতে থাকা সবাই মারা যান। খবর পেয়ে পুলিশ সদস্যরা এসে ট্রাকের নিচ থেকে এসইভি কারের অর্ধেক টেনে বের করে।

তিনি আরো বলেন, নিহতরা একটি বিয়ের অনুষ্ঠান থেকে প্রতাপগড় জেলার কুন্দা শহরে নিজেদের গ্রামে ফিরছিলেন। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার পরিবারকে সহযোগিতার আশ্বাস দেয়া হয়েছে।

জাগরণ/এমআর