• ঢাকা
  • শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২০, ০৯:৪৪ এএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ২৫, ২০২০, ১২:১৩ পিএম

যুক্তরাজ্য-চীন বিমান চলাচল বন্ধ হচ্ছে শীঘ্রই

যুক্তরাজ্য-চীন বিমান চলাচল বন্ধ হচ্ছে শীঘ্রই

শিগগিরই যুক্তরাজ্যের সঙ্গে সব ধরনের বিমান যোগাযোগের উপর নিষেধাজ্ঞা দেওয়া হবে বলে জানিয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন।

নতুন করোনা ভাইরাসের সন্ধান ও এর সংক্রমণ বেড়ে যাওয়ায় চীন সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি জানান।

বৃহস্পতিবার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা যায়। তবে ঠিক কবে থেকে বিমান চলাচল বন্ধ হবে সে সিদ্ধান্তের ব্যাপারে তিনি বিস্তারিত জানাননি।

ওয়াং ওয়েনবিন বলেন, "অন্যান্য দেশের মতো চীনও ব্রিটেনের সঙ্গে বিমান যোগাযোগ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। উদ্ভুত পরিস্থিতি চীন অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে এবং এরপর দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"

এদিকে মঙ্গলবার লন্ডনে চিনা ভিসা পরিসেবা কেন্দ্র জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের সব কার্যক্রম স্থগিত থাকবে। 

সম্প্রতি করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় বিশ্বের বেশ কয়েকটি দেশ যুক্তরাজ্যগামী বিমানের ফ্লাইট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। পার্শ্ববর্তী দেশগুলোর সীমান্তও বন্ধ রয়েছে।