• ঢাকা
  • শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২, ২০২১, ০৮:৪৬ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২, ২০২১, ০৮:৫৪ পিএম

টিকা দেওয়ার পরও করোনা সংক্রমণ!

টিকা দেওয়ার পরও করোনা সংক্রমণ!

ফাইজারের কোভিড টিকা নেওয়ার পরেও ইসরায়েলে অন্তত ২৪০ জন করোনা আক্রান্ত হয়েছে।

টাইমস অব ইসরায়েলসহ দেশটির স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে। এছাড়াও টিকার পার্শ্বপ্রতিক্রিয়ায় অনেকে শারীরিক দুর্বলতা, মাথা ব্যাথা, ঠান্ডা-জ্বরে ভুগছেন বলেও জানা গেছে। তবে এসব লক্ষণ সাময়িক বলে দাবি করছে কর্তৃপক্ষ।

এদিকে কোভিড আক্রান্তদের দাবি, ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়ার কয়েকদিনের মধ্যেই তাদের দেহে করোনা শনাক্ত হয়েছে। যদিও টিকার সঙ্গে ভাইরাসের কোনো যোগাযোগ নেই বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, প্রথম ডোজ দেওয়ার ২১ দিন পর করোনার টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হয়। তাই প্রথম ইনজেকশন নেওয়ার আট থেকে দশ দিন পর দেহে করোনা প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে শুরু করে। ধীরে ধীরে সংক্রমণের ঝুঁকি ৫০ শতাংশ পর্যন্ত কমে আসে। তবে অনেক সময় একটি ডোজে দেহে প্রতিরোধ ক্ষমতা খুব একটা বাড়ে না। তাই ডোজ পুরো হওয়ার আগে পুরোপুরি রোগ প্রতিরোধ সম্ভব নয়। সেক্ষেত্রে টিকা দেওয়ার পরেও কয়েক সপ্তাহ সবাইকে স্বাস্থ্য সতর্কতা মেনে ও মাস্ক পরে থাকতে বলছেন চিকিৎসকরা।

ফাইজারের তথ্য অনুযায়ী, টিকার দুই ডোজ পূর্ণ হওয়ার ৭ দিনের মধ্যে মানবদেহ ৯৫ শতাংশ পর্যন্ত করোনা প্রতিরোধ করতে সক্ষম হয়। তাই ভ্যাকসিনের কার্যকারিতা শুরু আগ পর্যন্ত সবার স্বাস্থ্যবিধি মেনে চলা প্রয়োজন।

২০ ডিসেম্বর ইসরায়েলে করোনা টিকাদান কর্মসূচি চালু করেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মাত্র এক সপ্তাহের মধ্যে শতকরা ১০ ভাগ জনগণকে টিকা দিয়ে এরই মধ্যে রেকর্ড গড়েছে দেশটি।

আরও পড়ুন