• ঢাকা
  • শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২১, ১০:০৩ এএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ৪, ২০২১, ১২:১৪ পিএম

করোনার টিকা রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞা 

করোনার টিকা রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞা 

ভারতে সিরাম ইন্সটিটিউটকে করোনা টিকা রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার। ভারতীয় সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে সিরাম ইন্সটিটিউটের প্রধান নির্বাহী এ তথ্য জানান। এর ফলে বাংলাদেশসহ উন্নয়নশীল ও দরিদ্র দেশগুলোকে করোনার টিকা পেতে আরো কয়েক মাস অপেক্ষা করতে হবে।  

ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে  সিরাম ইন্সটিটিউটের প্রধান নির্বাহী আদর পুনাওয়াল্লা জানান, সরকার টিকা রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে। তাই প্রাইভেট মার্কেটে আমরা টিকা ছাড়তে পারব না। তবে আশা করা যায়, আগামী মার্চ- এপ্রিলে বিভিন্ন দেশে টিকা রপ্তানি শুরু হতে পারে। 

এদিকে ভ্যাকসিন রপ্তানি না করার বিষয়ে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে ভারত কিছু জানায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। 

শুক্রবার অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা কোভিড-১৯ ভ্যাকসিন জরুরি প্রয়োগের অনুমোদন দিয়েছিল ভারত। করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বিবেচনায় ভারতের বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে।

ভারতে অক্সফোর্ডের ভ্যাকসিন অনুমোদন পাওয়ার পর বাংলাদেশেও এ ব্যাপারে আশা দেখা দিয়েছিল। জানুয়ারিতেই টিকা পাওয়ার কথাও জানানো হয়েছিল। কিন্তু ভারতের এ সিদ্ধান্তের ফলে বাংলাদেশেও টিকা পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।