• ঢাকা
  • শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২১, ০১:৪১ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ৬, ২০২১, ০৮:৫৮ পিএম

স্বাধীনতার সিদ্ধান্ত কাশ্মীরিদের হাতে : ইমরান

স্বাধীনতার সিদ্ধান্ত কাশ্মীরিদের হাতে : ইমরান

কাশ্মীর পাকিস্তানের সঙ্গে থাকবে নাকি স্বাধীন হবে, এই সিদ্ধান্ত কাশ্মীরি জনগণের হাতে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) কাশ্মীরের সংহতি দিবস উপলক্ষে আজাদ কাশ্মীরের কোটলি জেলায় আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন ইমরান খান।

ইমরান বলেন, “১৯৪৮ সালে কাশ্মীরের জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ হয়নি। আমি জাতিসংঘকে এই কথা সব সময় মনে করিয়ে দেব।”

ইমরান খান আরো বলেন, “পাকিস্তান-শাসিত কাশ্মীরিদের সঙ্গে যখন ভারত অধিকৃত কাশ্মীরিরা নিজেদের ভবিষ্যতের সিদ্ধান্ত নেওয়ার অধিকার পাবে এবং পাকিস্তানকে বেছে নেবে, তখন কাশ্মীরিরা নিজেরাই সিদ্ধান্ত নেবে তারা পাকিস্তানের অংশ হবে নাকি স্বাধীন থাকবে।”

১৯৪৭ সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পর থেকেই ভারত-পাকিস্তানের মধ্যে কাশ্মীর নিয়ে দ্বন্দ্ব চলছে। এই কাশ্মীর নিয়ে দুই দেশের মধ্যে যুদ্ধও হয়েছে। তবে এখন কোনো সমঝোতায় আসতে পারেনি তারা।