• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২১, ০২:১৭ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ১৪, ২০২১, ০২:১৯ পিএম

জাপানে ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি

জাপানে  ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি

জাপানে শক্তিশালী এক ভূমিকম্পে শতাধিক মানুষ আহত হয়েছেন। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৩। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।  

শনিবার (১৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ১১টা ৮ মিনিটে দেশটির পূর্বাঞ্চলীয় উপকূলে ভূমিকম্পটি আঘাত হানে। এতে দেশটির উত্তরপূর্বাঞ্চলের বেশিরভাগ এলাকায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।  

এছাড়া ভূমিকম্পের পরেই উত্তরপূর্বাঞ্চলের লক্ষাধিক ভবন বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। বেশ কয়েক হাজার বাড়ি পানিশূন্য হয়ে পড়ে। তবে রোববার সকালের মধ্যে অবশ্য অনেক এলাকায় বিদ্যুৎ ফিরে আসে।

জাপানের আবহওয়া সংস্থা জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ফুকুশিমা প্রিফেকচারের উপকূলের ভূত্বকের ৬০ কিলোমিটার গভীরে বলে ধরা হচ্ছে।

সংস্থাটি আরো জানায়, এই ভূমিকম্পটি ২০১১ সালের ১১ মার্চের ৯.০ মাত্রায় হওয়া ভূমিকম্পের পরাঘাত হতে পারে।

এর আগে ২০১১ সালের ১১ মার্চ জাপানে ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের পর ব্যাপক সুনামিতে জাপানের উত্তরপূর্বাঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। এতে ২০ হাজারের বেশি মানুষ নিখোঁজ হন।