• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: মার্চ ২৬, ২০২১, ০৯:২৪ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ২৬, ২০২১, ০৯:২৪ পিএম

মিসরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩২

মিসরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩২

মিসরের উত্তরাঞ্চলের সোহাগ শহরে দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৩২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬০ জন। 

মিসরের রেল কর্তৃপক্ষ জানায়, শুক্রবার জরুরি কারণে একটি ট্রেন থামানোর পর পেছনের ট্রিন ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এসময় সামনের ট্রেনের তিনটি বগি উল্টে যায়। মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হতাহতদের উদ্ধারে ১২টির বেশি অ্যাম্বুলেন্স কাজ করছে। অনেকেই আটকা পড়ে আছেন ট্রেনের ভেতর।

স্থানীয় সংবাদমাধ্যমের ভিডিওতে দেখা গেছে উল্টে যাওয়া ট্রেনের বগির মধ্যে অনেক যাত্রী রক্তাক্ত ও অচেতন অবস্থায় পড়ে আছেন।

আফ্রিকার অন্যতম পুরনো ও বড় রেল যোগাযোগ ব্যবস্থা মিসরের। দেশটিতে প্রায়ই ট্রেন দুর্ঘটনা ঘটে থাকে। ২০১৭ সালে ১ হাজার ৭৯৩টি ট্রেন দুর্ঘটনা ঘটে মিসরে।

এ ঘটনার মূল কারণ অনুসন্ধানে তদন্ত করছে মিশরের কর্তৃপক্ষ।