• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২১, ০২:৫০ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২৭, ২০২১, ০২:৫০ পিএম

৬ কোটি টিকা রপ্তানি করবে যুক্তরাষ্ট্র

৬ কোটি টিকা রপ্তানি করবে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে টিকাদান কর্মসূচীর অতিরিক্ত ৬ কোটি টিকা আগামী কয়েক মাসের মধ্যে বিভিন্ন দেশে পাঠানো হবে। মঙ্গলবার (২৭ এপ্রিল) হোয়াইট হাউজের বরাতে এখবর জানিয়েছে বিবিসি। বেঁচে যাওয়া টিকাগুলোর মান পরীক্ষা করার পর এগুলো বিক্রি বা উপহার দেওয়ার জন্য অনুমোদন দেওয়া হবে।  

এর আগে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অতিরিক্ত টিকা মজুদের অভিযোগ তুলেছিল বিভিন্ন সংগঠন। সমালোচকদের দাবি করে, অন্য দেশগুলো যেখানে টিকার অভাবে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে সেখানে যুক্তরাষ্ট্র চাহিদার চেয়ে অতিরিক্ত টিকা সংগ্রহে রেখেছে।

এমন পরিস্থিতিতে গত মাসে প্রতিবেশী দেশ কানাডা ও মেক্সিকোকে চল্লিশ লাখ ডোজ টিকা দেওয়ার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। টিকা দিতে যুক্তরাষ্ট্রের প্রতি ভারত সরকারও আহ্বান জানিয়েছে।

স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের ফুড এন্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, এফডিএ জানায় আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ১ কোটি টিকা দিতে পারবে তারা। এছাড়াও আরও ৫ কোটি টিকা উৎপাদন হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে যেগুলো প্রয়োজন না হলে দেশের বাইরে রপ্তানি করতে পারবে সরকার।

টিকার মান ও মেয়াদ উত্তীর্ণের তারিখ পরীক্ষা করেই এসব টিকা বিভিন্ন দেশে পাঠাবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

আরও পড়ুন