• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: মে ১, ২০২১, ০১:৩৮ পিএম
সর্বশেষ আপডেট : মে ১, ২০২১, ০২:৩৩ পিএম

ভারত থেকে অস্ট্রেলিয়া প্রবেশে ৫ বছরের জেল

ভারত থেকে অস্ট্রেলিয়া প্রবেশে ৫ বছরের জেল

সর্বোচ্চ করোনা সংক্রমণের দিন ভারতের সঙ্গে সব ধরণের যোগাযোগ বন্ধের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। এমনকি সংক্রমণ রোধে ভারত থেকে অস্ট্রেলিয়ায় আগমন বন্ধে ৫ বছরের কারাদণ্ডের সাজা ঘোষণা করেছে দেশটি।

শনিবার (১ মে) এক বিবৃতিতে অস্ট্রেলিয়া জানায়, গত ১৪ দিনের মধ্যে যেসব অস্ট্রেলীয় ও অন্যান্য দেশের নাগরিক ভারত থেকে অস্ট্রেলিয়া যাওয়ার চেষ্টা করেছেন তাদের সব আবেদন নাকচ করা হলো। যারা এই ভ্রমণ নিষেধাজ্ঞা অমান্য করবেন তাদের জন্য জরিমানা ও কারাদণ্ডের সাজা ঘোষণা করা হয়েছে।

শুক্রবার রাতেই এই সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া সরকার। এই প্রথমবার নিজ দেশের নাগরিকদের দেশে প্রবেশকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করলো দেশটি।

গত নয় দিন ধরেই ভারতে তিন লাখের ওপর করোনা রোগী শনাক্ত হচ্ছে। করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে ২ লাখ। এমন পরিস্থিতিতে অস্ট্রেলিয়া ছাড়াও যুক্তরাষ্ট্রসহ বেশ কিছু দেশ ভারত ভ্রমণ ও ভারত থেকে আগমনে কড়াকড়ি আরোপ করেছে।

অস্ট্রেলিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ৩ মে থেকে এই নতুন বিধিনিষেধ কার্যকর করছে অস্ট্রেলিয়া। তবে ১৫ মের পর ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করা হতে পারে।

আরও পড়ুন