• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১০, ২০২১, ০৯:৪৫ এএম
সর্বশেষ আপডেট : মে ১০, ২০২১, ০৯:৪৫ এএম

বিশ্বে এক দিনে আরও নয় হাজারের বেশি মৃত্যু

বিশ্বে এক দিনে আরও নয় হাজারের বেশি মৃত্যু

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৯ হাজার ৭২২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে শনাক্ত হয়েছেন ছয় লাখ ৪৩ হাজার ৩১৩ জন।

সোমবার (১০ মে) সকালে ওয়ার্ল্ডোমিটারস (করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট) থেকে এ তথ্য পাওয়া গেছে।

তাদের তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনায় সোমবার পর্যন্ত মোট ১৫ কোটি ৮৯ লাখ ৫৬ হাজার ১৯২ জন আক্রান্ত হয়েছেন এবং ৩৩ লাখ ৬ হাজার ৩১৩ জন মারা গেছেন। রোববার একই সময়ের তথ্য অনুযায়ী, মোট আক্রান্ত ছিলেন ১৫ কোটি ৮৩ লাখ ১২ হাজার ৮৭৯ জন এবং মৃত্যুর সংখ্যা ছিল ৩২ লাখ ৯৬ হাজার ৫৯১। সে হিসাবে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত সংখ্যা ছয় লাখ ৪৩ হাজার ৩১৩ এবং মারা গেছেন ৯ হাজার ৭২২ জন।

যুক্তরাষ্ট্র করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ। ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর দিক দিয়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় স্থানে আছে ভারত।