• ঢাকা
  • শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: জুন ৫, ২০২১, ০৪:৫৬ পিএম
সর্বশেষ আপডেট : জুন ৫, ২০২১, ০৫:২১ পিএম

তিন মাস সাগরে ভেসে ইন্দোনেশিয়ায় ৮১ রোহিঙ্গা

তিন মাস সাগরে ভেসে ইন্দোনেশিয়ায় ৮১ রোহিঙ্গা

ইন্দোনেশিয়ার উপকূলের আশ্রয়শিবিরে স্থান পেয়েছে মিয়ানামারের ৮১ রোহিঙ্গা শরণার্থী। আল-জাজিরা জানায়, ১০০ দিনের বেশি সময় সাগরে ছিল রোহিঙ্গাদের নৌকাটি। এ সময় ভারতীয় উপকূল রক্ষাকারী বাহিনী কোস্টগার্ড তাদের খাদ্যসহায়তা দেয়।

শুক্রবার ভোরে আচেহ প্রদেশের উপকূলে ইদামান দ্বীপের কাছে ভেসে আসে কাঠের নৌকাটি। মূল শহর লৌকসুমায়ে থেকে প্রায় দুই ঘণ্টার দূরত্বে অবস্থিত এই দ্বীপটিতে জেলেরা বিশ্রামের জন্য অবস্থান করেন।

ইন্দোনেশিয়ার মূল ভূখণ্ডে এসব রোহিঙ্গাকে প্রবেশের অনুমতি দেওয়া হবে কি না, সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানায়নি কর্তৃপক্ষ।

ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার শরণার্থীদের শিক্ষা ও মানবিক সহায়তা দানকারী বেসরকারি সংস্থা জিওটানিও ফাউন্ডেশনের পরিচালক রিমা পুত্রা শাহ জানান, ভারতের কাছ থেকে দুই ইঞ্জিনের কাঠের নৌকায় করে শরণার্থীরা ইন্দোনেশিয়া পৌঁছায়। তাদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু।

২০১৭ সালে রাখাইনে সেনা অভিযান শুরুর পর মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশসহ ভারত মহাসাগরের উপকূলীয় অঞ্চলে আশ্রয় খুঁজতে শুরু করে রোহিঙ্গারা।

এ বছর ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের পর সীমান্তবর্তী অঞ্চলে আবারও হামলা চালাতে শুরু করে মিয়ানমার সেনাবাহিনী।

আরও পড়ুন