• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ১৭, ২০২১, ১১:১১ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ১৭, ২০২১, ১১:১১ এএম

কলম্বিয়ায় সবজির আড়ালে কোকেন পাচার

কলম্বিয়ায় সবজির আড়ালে কোকেন পাচার
প্রতীকী ছবি

কলম্বিয়ায় যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার হয়েছে প্রায় সাড়ে ৫টন মাদক দ্রব্য। যার বাজারমূল্য ১৮ কোটি ৫০ লাখ ডলার।

বুধবার (১৫ জুলাই) এ তথ্য জানায় দেশটির নৌবাহিনী।

দেশটির নৌবাহিনীর দেয়া এক বিবৃতিতে বলা হয়, তাদের সাথে অভিযানে যৌথভাবে অংশ নেয় যুক্তরাষ্ট্র ও পানামা।

কলম্বিয়ার জলসীমায় সন্দেহজনক স্পিডবোট লক্ষ্য করে পানামা। তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে চোরাকারবারীদের ধাওয়া করে কলম্বিয়ার কোস্টগার্ড। সহায়তায় এগিয়ে আসে পানামা ও যুক্তরাষ্ট্রের নৌসেনারা।

সবজির আড়ালে কোকেন পাচারের চেষ্টা করছিলো অটোনিয়েল নামের চক্রের সদস্যরা। কলম্বিয়ায় মাদক পাচারকারী দলগুলোর মধ্যে অন্যতম চক্রটি।

জাগরণ/এমএ