• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ২১, ২০১৯, ০৩:৫৩ পিএম
সর্বশেষ আপডেট : জুন ২১, ২০১৯, ০৩:৫৩ পিএম

তিন প্রথমের চলচ্চিত্র ‘ন ডরাই’

তিন প্রথমের চলচ্চিত্র ‘ন ডরাই’

সার্ফিং নিয়ে নির্মিত দেশের প্রথম চলচ্চিত্র। চট্টগ্রামের আঞ্চলিক ভাষার প্রথম চলচ্চিত্র। স্টার সিনেপ্লেক্স প্রযোজিত প্রথম চলচ্চিত্র। এই তিন প্রথমের সমন্বয়ে নির্মিত হলো ‘ন ডরাই’। যার অর্থ ‘ভয় পাই না’। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। আর প্রযোজনা করেছে স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমানের প্রযোজনা প্রতিষ্ঠান ‘শো মোশন’।
 
এই চলচ্চিত্রে অভিনয় করেছেন র্যাম্প মডেল সুনেহরা বিনতে কামাল ও অভিনেতা রাজ। গতকাল বৃহস্পতিবার (২০ জুন) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরার স্টার সিনেপ্লেক্সে এর পোস্টার উন্মোচন করা হয়। চলচ্চিত্রটি প্রসঙ্গে প্রযোজক মাহবুব রহমান বলেন, ‘ন ডরাই একটা গ্লোবাল সিনেমা। এটি বাংলাদেশসহ অন্যান্য দেশেও মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে আমাদের। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও এটি পাঠাতে চাই আমরা। চলচ্চিত্রটি চট্টগ্রামের আধুনিক ভাষায় নির্মিত। এছাড়া ইংরেজি সাবটাইটেল আছে।’

চলচ্চিত্রটি সম্পর্কে পরিচালক তানিম রহমান অংশু বলেন, ‘এটি হলো স্বপ্ন জয়ের গল্প, নারী মুক্তির গল্প। সামাজিক অনেক প্রতিবন্ধকতা পেরিয়ে এগিয়ে যাবার গল্প। তাই চলচ্চিত্রটির নাম ন ডরাই।’ তিনি বলেন, ‘চলচ্চিত্রটির নির্মাণ কাজ শেষের দিকে। এখন চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। তবে আগামী অক্টোবরে মুক্তি দেয়ার চেষ্টা চলছে।’

চলচ্চিত্রটি কাহিনি সম্পর্কে নির্মাতা বলেন, ‘এটির কাহিনি গড়ে উঠেছে একটি সত্য ঘটনা অবলম্বনে। এর প্রায় নব্বইভাগ চিত্রায়ণ হয়েছে কক্সবাজারের সমুদ্র সৈকতে। দেশের প্রথম একজন নারী সার্ফার নাসিমা। এই চলচ্চিত্রে থাকছে তার জীবনের গল্পও। তার সামাজিক, পারিবারিক ও ব্যক্তিগত প্রতিবন্ধকতাও উঠে আসবে চলচ্চিত্রে। তাই বলে এটি কিন্তু তার জীবনের গল্পনির্ভর নয়। এখানে থাকছে বহুমুখী।’

এসজে