• ঢাকা
  • শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: জুন ৩০, ২০১৯, ০৪:৪৯ পিএম
সর্বশেষ আপডেট : জুন ৩০, ২০১৯, ০৪:৪৯ পিএম

প্রসবে অপ্রয়োজনীয় অস্ত্রোপচার বন্ধে নীতিমালা তৈরির নির্দেশ

প্রসবে অপ্রয়োজনীয় অস্ত্রোপচার বন্ধে নীতিমালা তৈরির নির্দেশ

প্রসবের ক্ষেত্রে প্রসূতির অপ্রয়োজনীয় অস্ত্রোপচার (সিজার) বন্ধে নীতিমালা তৈরির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার (৩০ জুন) এই আদেশ দেন।
 
আদালত আদেশে বলেছেন, সন্তান প্রসবে প্রসূতির অপ্রয়োজনীয় সিজার বন্ধে ৬ মাসের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরকে একটি কমিটি করে, ওই কমিটির মাধ্যমে একটি নীতিমালা তৈরি করতে হবে।

আগামী ৫ ডিসেম্বর এ বিষয়ে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

এমএ/ এফসি

আরও পড়ুন