• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: জুন ২২, ২০২১, ০১:১০ এএম
সর্বশেষ আপডেট : জুন ২২, ২০২১, ০১:১১ এএম

জোরপূর্বক স্বীকারোক্তি আদায় দুঃখজনক : হাইকোর্ট

জোরপূর্বক স্বীকারোক্তি আদায় দুঃখজনক : হাইকোর্ট
সুপ্রীম কোর্ট ● ওয়েবসাইট

ছোট ভাইকে হত্যায় বড় ভাইয়ের জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের ঘটনা সত্য হলে, তা দুঃখজনক বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। পুলিশের ভুলে ১২ বছরের শিশুর ঘাড়ে ছোট ভাইকে হত্যার দায় শিরোনামে সংবাদ প্রকাশের পর, তা নিয়ে হাইকোর্টে আবেদন করেন সুপ্রিমকোর্টের এক আইনজীবী।

সোমবার (২১ জুন) এই আবেদনের শুনানিতে বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আতাউর রহমানের ভার্চুয়াল দ্বৈত হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। রাষ্ট্রপক্ষকে বিষয়টি গুরুত্বের সাথে নেয়ার কথা বলেছেন আদালত। 

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. বশির উল্লাহ।

শুনানিতে আইনজীবী শিশির মনির বলেন, ‘একজন বাবা তার এক সন্তানকে হারালেন, ওই সন্তান হত্যার অভিযোগে বড় ছেলে যার বয়স ১২ বছর, তাকে করা হলো আসামি। উল্টো বাড়িঘরও ছাড়তে হয়েছে তাদের বাবা-মাকে।’ ঘটনাটিকে অমানবিক বলেও উল্লেখ করেন এই আইনজীবী।

আইনজীবী আদালতকে আরও বলেন, ‘১২ বছরের একটি শিশুকে নির্যাতন করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়ে নেয়া হলো। বিষয়টি শিশু আদালতের সামনে এলো, অথচ আইন থাকার পরও কোনও পদক্ষেপ নেই। এ কারণে বিষয়টি দেখভালের জন্য আমরা উচ্চ আদালতের কাছে এসেছি। যেন ঘটনার সঠিক তদন্ত হয়ে সুষ্ঠু বিচার সম্পন্ন হয়।’

এ সময় আদালত বলেন, ‘যদি এমন ঘটনা ঘটে থাকে এবং এটি যদি সত্য হয়, তাহলে সেটি আমাদের দেশের জন্য দুঃখজনক। আমরা এখনও জানি না কী ঘটেছে।’ এ সময় রাষ্ট্রপক্ষকে বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয়ার কথা বলেন আদালত।

পরে আদালত আগামী ২৯ জুন মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেন।

জাগরণ/এসএসকে/এমএ

আরও পড়ুন