• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ১, ২০২১, ০৯:৫৪ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ১, ২০২১, ০৯:৫৪ এএম

‘হাতিরঝিল প্রকল্পে কোনও বাণিজ্যিক স্থাপনা নয়’

‘হাতিরঝিল প্রকল্পে কোনও বাণিজ্যিক স্থাপনা নয়’
হাতিরঝিল

রাজধানীর হাতিরঝিল-বেগুনবাড়ি প্রকল্পকে পাবলিক ট্রাস্ট ঘোষণা করে রায় দিয়েছে হাইকোর্ট। একইসাথে প্রকল্প এলাকার হোটেল, রেস্তোরাঁ, দোকানসহ সব ধরনের ব্যবসায়িক-বাণিজ্যিক স্থাপনা অবৈধ ঘোষণা করে রায় দিয়েছে হাইকোর্ট।

বুধবার (৩০ জুন) বিচারপতি আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ এ রায় দেন।

রায়ে বলা হয়, ‘আগামী ৬০ দিনের মধ্যে এসব স্থাপনা অপসারণ করতে হবে। প্রকল্পের সংরক্ষণ, উন্নয়ন, পরিচালনার জন্য একটি কর্তৃপক্ষ গঠন করে তা প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে পরিচালনা করতে রায় দিয়েছে হাইকোর্ট।’

প্রকল্পের স্থায়ী পরামর্শক হিসেবে বুয়েটের প্রকৌশল বিভাগ ও সেনাবাহিনীর ২৪তম ব্রিগেডকে যৌথভাবে পরামর্শক নিয়োগ করে আদালত।

বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুর নামে প্রকল্পের নামকরণ করার পরামর্শ দিয়ে রায়ে বলা হয়, হাতিরঝিল প্রকল্প এলাকা হল ঢাকার ফুসফুস, তাই এর সুরক্ষা করা অপরিহার্য।

আদালতের অপর নির্দেশনায় বলা হয়, পুরো প্রকল্প এলাকায় জনসাধারণের ব্যবহারের জন্য মাটির নিচে ওয়াশরুমের ব্যবস্থা করতে হবে। রায়ে পুরো প্রকল্প এলাকায় নির্ধারিত দূরত্বে বিনামূল্যে সব জনসাধারণের জন্য সুপেয় পানির ব্যবস্থা করার জন্য বলা হয়েছে।

নির্দেশনায়  বলা হয়, পায়ে হাঁটার জন্য, সাইকেল চালানো ও শারীরিক প্রতিবন্ধীদের জন্য পৃথক লেন করার জন্য বলা হয়েছে।

হাতিরঝিল-বেগুনবাড়ি প্রকল্পে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশনা চেয়ে ২০১৮ সালে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে হাইকোর্টে রিট করা হয়। এ রিটের চূড়ান্ত শুনানি শেষে গতকাল এ রায় দেয়া হলো।

জাগরণ/এমএ