• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ১১, ২০২১, ০৭:৩৩ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১১, ২০২১, ০৭:৩৩ পিএম

মুসা বিন শমসেরকে জিজ্ঞাসাবাদ করবে ডিবি

মুসা বিন শমসেরকে জিজ্ঞাসাবাদ করবে ডিবি

অতিরিক্ত সচিব পরিচয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার আবদুল কাদেরের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে ধনকুবের মুসা বিন শমসেরকে জিজ্ঞাসাবাদ করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। মঙ্গলবার (১২ অক্টোবর) তাকে ডিবি কার্যালয়ে যেতে বলা হয়েছে।

সোমবার (১১ অক্টোবর) বিকেলে ডিবি’র গুলশান বিভাগের উপ-কমিশনার মশিউর রহমান এ তথ‌্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘মুসা বিন শমসেরের ছেলেকে ইতোমধ্যে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। তার কাছ থেকে কিছু তথ্য মিলেছে। অতিরিক্ত সচিব পরিচয় দেওয়া আব্দুল কাদেরের সঙ্গে মুসা বিন শমসেরের সংশ্লিষ্টতা পেয়েছি। মূলত, এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে তাকে ডাকা হয়েছে।’

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুল কাদের ও মুসা বিন শমসেরকে মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ করা হবে।

সম্প্রতি আব্দুল কাদেরকে গ্রেপ্তার করে ডিবি। পরে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার একেএম হাফিজ আক্তার জানিয়েছেন, জিজ্ঞাসাবাদে আব্দুল কাদের নিজেকে ধনকুবের মুসা বিন শমসেরের প্রতিষ্ঠান ডেটকোর আইন উপদেষ্টা হিসেবে পরিচয় দিয়েছেন।

জাগরণ/এমইউ