আইএস এর টুপি

কারও গাফিলতি আছে কিনা খতিয়ে দেখা হবে : মনিরুল

জাগরণ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ২৭, ২০১৯, ০৫:২৩ পিএম কারও গাফিলতি আছে কিনা খতিয়ে দেখা হবে : মনিরুল
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মনিরুল ইসলাম -ছবি : সংগৃহীত

কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেছেন, কারও গাফিলতির কারণে হলি আর্টিজান বেকারিতে হামলা মামলার মৃত্যুদণ্ড পাওয়া আসামিদের কাছে আইএস লোগো সম্বলিত টুপি এসেছে কি- না তা খতিয়ে দেখা হবে। 

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে গণমাধ্যমের সাথে আলাপ কালে তিনি এ কথা বলেন।

এর আগে দুপুরে সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান এই মামলায় সাত আসামির মৃত্যুদণ্ড ঘোষণা করেন। রায় ঘোষণা শেষে আসামিদের যখন প্রিজন ভ্যানে তোলা হচ্ছিলো তখন দুইজনের মাথায় ইসলামিক স্টেটের লোগো সম্বলিত টুপি দেখা যায়।

এই টুপি কিভাবে আসামিদের হাতে গেল সে প্রসঙ্গে জানতে চাইলে মনিরুল ইসলাম বলেন, ‘আইএস এর কোনও টুপি নাই আমাদের জানা মতে। আইএস এর সৃষ্টি থেকে এ যাবৎ পর্যন্ত কোনও টুপি তারা তৈরি করেনি। তারপরও তাদের কোনও টুপি আছে কি- না তা বিশ্লেষণ করে দেখবো। পাশাপাশি কারো গাফলতির কারণে এরকম টুপি এজলাসে এসেছে কি- না তাও খতিয়ে দেখা হবে।

মনিরুল ইসলাম বলেন, এ রায়ের মাধ্যমে সন্ত্রাসীরা একটা মেসেজ পেল। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডের কেউ সাহস পাবে না।

এইচএম/এসএমএম

আরও সংবাদ