• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ১, ২০১৯, ০৭:০৯ পিএম

জবির প্রথম সমাবর্তনের নিবন্ধন শুরু

জবির প্রথম সমাবর্তনের নিবন্ধন শুরু

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রথম সমাবর্তনের নিবন্ধন শুরু হয়েছে। শুক্রবার (১ মার্চ) উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান এ কার্যক্রমের উদ্বোধন করেন। সমাবর্তনে অংশগ্রহণের জন্য যোগ্য ডিগ্রিধারীগণ আগামী ৩০ এপ্রিল রাত ১২.০০ টার মধ্যে http://convocation.jnu.ac.bd এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

বিশ্ববিদ্যালয় থেকে জানানো হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে জন্য প্রতিষ্ঠার পর থেকে ২০১২-২০১৩ শিক্ষাবর্ষ পর্যন্ত স্নাতক, স্নাতকোত্তর, এমফিল, পিএইচডি ও সান্ধ্যকালীন ডিগ্রিধারী সকল শিক্ষার্থীরা যারা অন্তত একটি ডিগ্রি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অর্জন করেছে তারাই সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবে।

যোগ্য আবেদনকারীকে ফি কিভাবে প্রদান করতে হবে তা তার প্রদত্ত ই-মেইল ঠিকানায়/মোবাইল ফোনে ম্যাসেজের এর মাধ্যমে যথাসময়ে জানানো হবে। এবং নিবন্ধন সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যাদি পরবর্তীতে পত্রিকায় বিজ্ঞপ্তি ও উল্লিখিত ওয়েবসাইটের মাধ্যমেও জানানো হবে বলে জানায়।
সমাবর্তন রাষ্ট্রপতির অনুমতি ও সময়সূচী অনুযায়ী সমাবর্তন আগামী নভেম্বরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে।

কেএসটি