• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ৪, ২০১৯, ১০:০৫ এএম

বহিষ্কারের জোয়ারে ভাসছে বগুড়া বিএনপি

বহিষ্কারের জোয়ারে ভাসছে বগুড়া বিএনপি

 

আসন্ন উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় সদর উপজেলা বিএনপি সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, শিবগঞ্জ উপজেলা বিএনপির সেক্রেটারি তাজুল ইসলাম ও প্রার্থীর পক্ষে কাজ করার দায়ে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি  মীর শাহে আলমকে বহিষ্কারের পর এবার আরও ২৭ জন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (৩ মার্চ) দলের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক বেলাল হোসেন স্বাক্ষরিত চিঠিতে জেলার এই ২৭ জন নেতা-কর্মীকে তাদের পদ এবং প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়।

সদ্য বহিষ্কৃত নেতারা হলেন- জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মাছুদুর রহমান হিরু মন্ডল, জেলা বিএনপির সদস্য আলহাজ টিপু সুলতান, সারিয়াকান্দি উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক গোলাপী বেগম, সোনাতলা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক লিপন, সোনাতলা উপজেলা মহিলা দলের সভাপতি রঞ্জনা খান, সাংগঠনিক সম্পাদক নয়নতারা, শিবগঞ্জ উপজেলা মহিলা দলের সভাপতি ও জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক বিউটি বেগম, বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাড. রাফি পান্না, নন্দীগ্রাম উপজেলা যুবদলের সভাপতি আলেকজান্ডার, নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি একে আজাদ, কাহালু উপজেলা কৃষক দলের সভাপতি শাহাবুদ্দিন, কাহালু উপজেলা মহিলা দলের সভাপতি মমতাজ আরজু কবিতা, ধুনট পৌর বিএনপির সাবেক সভাপতি আকতার আলম সেলিম, ধুনট পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন, বগুড়া সদর উপজেলা মহিলা দলের সভাপতি নাজমা আক্তার, সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহিদুল ইসলাম গফুর, শাজাহানপুর উপজেলা বিএনপির আহবায়ক ও জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক আবুল বাশার, শাজাহানপুর উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ও জেলা বিএনপির সহ-শিশু বিষয়ক সম্পাদক জাহেরুল ইসলাম, শাজাহানপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সুলতান আহম্মেদ, শাজাহানপুর উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক জুলেখা বেগম, কোহিনুর বেগম, বিএনপি নেত্রী এ্যাড. রহিমা খাতুন মেরি, জেলা ছাত্রদলের সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মেহেরুল আলম মিশু, বিএনপির সদস্য আনোয়ার এহসানুল বাশার জুয়েল, জেলা স্বেচ্ছাসেবক দলের মহিলা বিষয়ক সম্পাদক সুরাইয়া জেরীন রনি, গাবতলী উপজেলা মহিলা দলের সদস্য তাহমিনা আকতার রুমা ও গাবতলী উপজেলা বিএনপি সদস্য শ্যামল সরকার।

বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

কেএসটি