• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১৮, ২০১৯, ০৯:০৯ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৮, ২০১৯, ০৯:০৯ পিএম

ভণ্ড ফকির রাসেলের প্রতারণার শিকার গাইবান্ধার নিরীহ মানুষজন

ভণ্ড ফকির রাসেলের প্রতারণার শিকার গাইবান্ধার নিরীহ মানুষজন
প্রতি শনি ও মঙ্গলবার এভাবেই নারী-পুরুষরা ভিড় করেন ভণ্ড ফকির রাসেলের বাড়িতে। ইনসেটে রাসেল  ছবি : জাগরণ

গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের তালতলা গ্রামের ভণ্ড ফকির রাসেলের ভণ্ডামি ও প্রতারণার শিকার হচ্ছেন এলাকার নিরীহ লোকজন। প্রতারিত জনগণ আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করেছেন।

জানা গেছে, ওই এলাকার প্রতারক রাসেল দীর্ঘদিন ধরে জিন হাজির করার নামে বুঝবুঝার কথা বলে বিভিন্ন এলাকার ফকিরালি, আয়ুর্বেদিক ও কবিরাজি চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।

ভণ্ড ফকির রাসেল বিভিন্ন এলাকায় জিন হাজির করার নামে বুঝবুঝা, ঝাড়-ফুঁক, দোয়া-তাবিজ, পানি পড়ার মাধ্যমে প্রেম-ভালোবাসায় আবদ্ধ, হারানো জিনিসপত্র বের করাসহ বিভিন্ন জটিল ও কঠিন রোগের চিকিৎসা করা হয় বলে বিভিন্নভাবে প্রচারাভিযান চালান।

ফলে তার বাড়িতে শনি ও মঙ্গলবার বুঝবুঝাসহ নানা রোগের চিকিৎসা নেওয়ার জন্য শত শত লোকের সমাগম ঘটে। তার খপ্পরে পড়ে চিকিৎসা নিতে আসা শত শত লোক প্রতারিত হয়ে পথে বসেছেন।

এ সুযোগে রাসেল অদৃশ্য শক্তির প্রভাবে তার ভণ্ডামি ব্যবসা চালিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন।

ভণ্ড ফকির রাসেলকে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘আমার কাছে ফকিরালির কোনো লাইসেন্স নেই। কিন্তু স্থানীয় ইউপি চেয়ারম্যানের ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছি।’

এ ব্যাপারে ভুক্তভোগীরা আইন প্রয়োগকারী সংস্থার আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

এনআই