• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ৩১, ২০১৯, ০৭:২৯ পিএম
সর্বশেষ আপডেট : মে ৩১, ২০১৯, ০৭:২৯ পিএম

ভাষাসৈনিক প্রফেসর লায়লা নুর আর নেই

ভাষাসৈনিক প্রফেসর লায়লা নুর আর নেই

ভাষাসৈনিক, মহীয়সী নারী প্রফেসর লায়লা নুর (৮৫) আর নেই।

শুক্রবার (৩১ মে) সকাল সোয়া ৯টায় কুমিল্লা নগরীর একটি প্রাইভেট হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলিইহি রাজিউন)। এই মহীয়সী নারীর নাতি গোলাম জিলানী বিষয়টি নিশ্চিত করেছেন।

লায়লা নুর ৫২-এর সময়ের সাহসী সন্তান। আশির দশকে তিনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের প্রথম নারী ইংরেজি শিক্ষক এবং ভাষা আন্দোলনে কারা নির্যাতিতা মহীয়সী নারী।

লায়রা নুর ১৯৩৪ সালের ৫ অক্টোবর কুমিল্লায় জন্মগ্রহণ করেন। ১৯৫৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্রী লায়লা নুর ভাষা আন্দোলনের পক্ষে মিছিল করে গ্রেপ্তার হন। ১৯৫৭ সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে প্রথম নারী শিক্ষক হিসেবে ইংরেজি বিভাগে যোগদান করেন এবং ১৯৯২ সালে অবসর গ্রহণ করেন। শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য প্রফেসর লায়লা নুরকে ‘বিনয় সম্মাননা পদক-২০১৪’ প্রদান করা হয়।

লায়লা নুর দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। ২৮ মে রাতে নগরীর প্রফেসরপাড়ায় নিজ বাসভবনে তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হলে নগরীর সিডিপ্যাথ হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

শুক্রবার বিকেলে ধর্মপুর পূর্বপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে এই মহীয়সী নারীর জানাজা অনুষ্ঠিত হয়। পরে গাজীবাড়ি  কবরস্থানে তাকে দাফন করা হয়।

এনআই