• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০১৮, ০৮:৩৬ পিএম

‘ভোট আসলেই আতঙ্ক বাড়ে দলিত সম্প্রদায়ের মাঝে’

‘ভোট আসলেই আতঙ্ক বাড়ে দলিত সম্প্রদায়ের মাঝে’
সম্মেলনে দলিত পরিষদের বিভাগীয় সভাপতি জীবন রবি দাস বক্তব্য রাখছেন

 

`স্বাধীনতার ৪৭ বছর পার হলেও আমরা  দলিত সম্প্রদায় সকল দিক থেকে পিছিয়ে রয়েছি। প্রতিবারই নির্বাচনের পর রাজনৈতিক দলের সন্ত্রাসীরা আমাদের ভিটা-মাটি থেকে উচ্ছেদ করে থাকে। নির্বাচন পরবর্তী সহিংসতার শিকার হতে হয় আমাদের। এসব কিছুর পরেও কেউ আমাদের পাশে এসে দাড়াচ্ছে না। তাই ভোট আসলেই আমাদের দলিত সম্প্রদায়ের মাঝে আতঙ্ক ও উৎকণ্ঠা বেড়ে যায়।'

নির্বাচন পরবর্তী নির্যাতন বন্ধ, নিরাপত্তা ও নির্বাচনি ইশতেহারে দলিতদের অধিকার মর্যাদা এবং যথার্থ উন্নয়ন নিশ্চিতের অধিকার বাস্তবায়নসহ ২২ দফা দাবি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলিত পরিষদের বিভাগীয় সভাপতি জীবন রবি দাস এ কথাগুলো বলেন। 

বুধবার (৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় বরিশাল শহরের ফলপট্টি এলাকায় সংগঠনের বিভাগীয় কার্যালয়ে দলিত পরিষদ বরিশাল বিভাগের আয়োজনে এই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। 

জীবন রবি দাস বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আমরা ভোট দেয়া নিয়ে শঙ্কার মধ্যে রয়েছি।

তাই বৈষম্য বিলোপ আইন ২০১৫ পাস করে দলিতদের অধিকার ফিরিয়ে দেয়াসহ নির্বাচন কমিশনের কাছে একাদশ জাতীয় নির্বাচনে নিরপক্ষতা নীতি অনুসরণ করে সাংবিধানিক মতে একটি শান্তিপূর্ণ নির্বাচনের আহবান জানান দলিত পরিষদের নেতৃবৃন্দরা।

এসময় সংবাদ সম্মেলনে দলিত পরিষদের নেতা বিনয় কৃষ্ণ ঋষীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এনএ/জেডেএস