• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ২৪, ২০১৯, ০৬:৩৬ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ২৪, ২০১৯, ০৬:৩৬ পিএম

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন ভাসানীর ৫ শিক্ষার্থী

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন ভাসানীর ৫ শিক্ষার্থী
প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৮ এর জন্য মনোনীত শিক্ষার্থীরা  -  ছবি : জাগরণ

প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৮ এর জন্য টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীকে মনোনীত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা হলেন বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র শরীফ তাসনিম মাহমুদ, জীববিজ্ঞান অনুষদের ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের ছাত্র রাকিবুল হাসান, বিজ্ঞান অনুষদের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ফারজানা আকতার, বিজনেস স্টাডিজ অনুষদের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম এবং সামাজিক বিজ্ঞান অনুষদের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রাকিবুল হাসান বাতেন।

এ বিষয়ে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মো. আলাউদ্দিন বলেন, প্রতিবছর প্রতিটি অনুষদের সর্বোচ্চ ফলাফলধারী শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর স্বর্ণপদক লাভ করে। ওদের জন্য দোয়া রইল, যেন পেশা জীবনে গিয়ে দেশ ও মানুষের সেবা করতে পারে।

এনআই

আরও পড়ুন