• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ১৯, ২০১৯, ০২:০৯ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১৯, ২০১৯, ০২:০৯ পিএম

মিল্ক ভিটা নিয়ে বৈঠকে বসছে সংসদীয় কমিটি 

মিল্ক ভিটা নিয়ে বৈঠকে বসছে সংসদীয় কমিটি 


বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় লি. (মিল্ক ভিটা) এর উৎপাদন, বিপণন, উৎপাদিত পণ্যের মান, আয়-ব্যয়, লাভ-লোকসান এবং প্রতিষ্ঠানের সর্বশেষ বার্ষিক রিপোর্ট নিয়ে বৈঠক আহ্বান করেছে সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটি।

আগামীকাল মঙ্গলবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় সংসদ ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন সাবেক চিফ হুইপ ও কমিটির সভাপতি আ স ম ফিরোজ। এছাড়াও কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান, ওমর ফারুক চৌধুরী, বেগম ইসমাত আরা সাদেক, নারায়ন চন্দ্র চন্দ, মো. মাহবুব উল আলম হানিফ, মির্জা আজম, মোহাম্মদ নজরুল ইসলাম, মো. জিল্লুল হাকিম এবং মুহিবুর রহমান মানিক উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করবেন।

কমিটি সভাপতির একান্ত সচিব মো. মাহাবুবুর রহমান সোমবার (১৯ আগস্ট) সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

কমিটির এক সদস্য জানান, দেশের ক্রমবর্ধমান দুগ্ধ শিল্প নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলছে। অনেকে নানা ধরনের প্রতিবেদন দিচ্ছে। এসব নিয়েও বৈঠকে আলোচনা হবে। 

এইচএস/আরআই

আরও পড়ুন