• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ১৯, ২০১৯, ০৭:২৫ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১৯, ২০১৯, ০৭:২৭ পিএম

এফ আর টাওয়ারের নকশা জালিয়াতি

জামিন পেলেন রাজউক কর্মকর্তা, স্থগিত চেয়ে আপিল করবে দুদক

জামিন পেলেন রাজউক কর্মকর্তা, স্থগিত চেয়ে আপিল করবে দুদক
এফ আর টাওয়ারে আগুন-ছবি : কাশেম হারুন

রাজধানীর বনানীর এফ আর টাওয়ারের নকশা জালিয়াতির মামলায় রাজউকের সাবেক এস্টেট কর্মকর্তা রেজাউল করিম তরফদারকে জামিন দিয়েছে হাইকোর্ট। 

চার সপ্তাহের জন্য এই আগাম জামিন পেলেন তিনি।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়।

আদেশে জামিনের এই সময়ের পর তাকে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

এদিকে দুদকের পক্ষ থেকে এ জামিন স্থগিত চেয়ে আপিল আবেদন করা হবে বলে জানান দুদকের আইনজীবী খুরশিদ আলম খান।

আদালত রাষ্ট্রপক্ষের হয়ে লড়েন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও সারওয়ার হোসেন বাপ্পী।

আইনজীবী খুরশীদ আলম খান জানান, জামিন স্থগিত চেয়ে মঙ্গলবার (২০ আগস্ট) আপিল বিভাগের চেম্বার জজ আদালতে আবেদন করা হবে।

গত ২৬ জুন (বুধবার) নকশা জালিয়াতির মাধ্যমে অবৈধভাবে এফ আর টাওয়ার ১৬ থেকে ২৩ তলা ভবন নির্মাণের অভিযোগে টাওয়ারের মালিক, রাজউকের সাবেক দুই চেয়ারম্যানসহ ২৩ জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের উপ-পরিচালক আবু বকর সিদ্দিক বাদী হয়ে ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি করেন।

এ মামলায় ভুয়া ছাড়পত্রের মাধ্যমে এফ আর টাওয়ারের ১৯ তলা থেকে ২৩ তলা নির্মাণ, বন্দক প্রদান ও বিক্রি করার অভিযোগে দণ্ডবিধির সাতটি ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়।

গত ২৮ মার্চ (বৃহস্পতিবার) দুপুরে রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে ভয়াবহ আগুন লাগে। এক বিদেশিসহ আগুনে পুড়ে মারা যান ২৭ জন। পরে একজন উদ্ধারকর্মীও মারা যান। 

একই মামলায় গত ১৬ জুলাই (মঙ্গলবার) রাজউকের সাবেক চেয়ারম্যান কে এ এম হারুনকে ছয় সপ্তাহের আগাম জামিন দেন হাইকোর্ট। একইসঙ্গে সাবেক ইমারত পরিদর্শক আওরঙ্গজেব সিদ্দিকী ও সহকারী অথরাইজড অফিসার নজরুল ইসলামকে ছয় সপ্তাহের মধ্যে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয় আদালত।

এমএ/এসএমএম 

আরও পড়ুন