• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২৯, ২০১৯, ১০:০৫ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২৯, ২০১৯, ১০:০৫ পিএম

ফরিদপুরের প্রবীণ সাংবাদিক আহম্মেদ ফিরোজ আর নেই

ফরিদপুরের প্রবীণ সাংবাদিক আহম্মেদ ফিরোজ আর নেই
প্রবীণ সাংবাদিক আহম্মেদ ফিরোজ  -  ছবি : জাগরণ

ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সহসভাপতি, ফরিদপুর শহরের ঝিলটুলী মহল্লার বাসিন্দা আহম্মেদ ফিরোজ (৬২) আর নেই। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আহম্মেদ ফিরোজ মৃত ফজলুর করিম ও আনোয়ারা বেগম দম্পতির সন্তান। ৯ ভাইবোনের মধ্যে তিনি তৃতীয় ছিলেন। তিনি অবিবাহিত ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে তার মরদেহ ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালের হিমঘরে রাখা হবে। বুধবার (৩০ অক্টোবর) দুপুরে বাদ জোহর অম্বিকা ময়দানে জানাজা শেষে শহরের আলীপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।

আহমেদ ফিরোজ দৈনিক মিল্লাত ও দৈনিক দিনকাল পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। তিনি ফরিদপুর জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ছিলেন।

আহমেদ ফিরোজের মৃত্যুতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহাজাদা মিয়াসহ ফরিদপুর প্রেসক্লাব এবং বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।

এনআই

আরও পড়ুন