• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১২, ২০১৯, ০৮:৫৮ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১২, ২০১৯, ০৯:০০ পিএম

দুই পা ভেঙে গেছে হার্ডওয়্যার ব্যবসায়ী আবুল কালামের

দুই পা ভেঙে গেছে হার্ডওয়্যার ব্যবসায়ী আবুল কালামের
পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আবুল কালাম -ছবি : রিকু আমির

ঢাকার পঙ্গু হাসপাতালের জরুরি বিভাগে ভাঙ্গা দুই পা নিয়ে ব্যথায় প্রলাপ বকছিলেন আবুল কালাম।

মঙ্গলবার (১২ নভেম্বর) ভোর রাতে ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনায় আহতদের একজন আবুল কালাম। দুর্ঘটনায় তার দুই পা ভেঙে গেছে।  

আবুল কালামের ভাই শানু মিয়া জানান, তাদের বাড়ি হবিগঞ্জের নারায়ণপুরে। সেখানে তাদের একটি হার্ডওয়্যারের দোকান রয়েছে। সেই দোকানের মালামাল কিনতে চট্টগ্রামে যাচ্ছিলেন আবুল কালাম। উদয়ন এক্সপ্রেসের যে বগিতে আবুল কালাম ছিলেন, সে বগিতে কালামের ঘনিষ্ঠ অনেকেই ছিলেন। তাদের মধ্য থেকে একজন ফোন করে আমাদের খবর দেয়। 

শানু জানান, প্রথমে আবুল কালামকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে আবুল কালামকে তারা পঙ্গু হাসপাতালে নিয়ে আসেন।

আবুল কালাম বেডে ব্যথায় গোঙাচ্ছিলেন। দুই পা জুড়ে ব্যান্ডেজ। নাকের ডগায় দগদগে কাটা দাগ, যেখান দিয়ে রক্তক্ষরণ হয়েছিল। মুখের বিভিন্ন স্থানে ক্ষতচিহ্ন। এরই মধ্যে তাকে দুই ব্যাগ ‘ও’ পজিটিভ রক্ত দেয়া হয়েছে। আরও লাগবে বলে তাদের জানিয়েছেন চিকিৎসকরা।

শানু বলেন, ভাইয়ের দুই পা ভেঙে গেছে। এটাই সবচেয়ে বড় ক্ষতি।

আরএম/এসএমএম

আরও পড়ুন