• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ২০, ২০১৯, ০৮:২৮ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২০, ২০১৯, ০৮:৩০ পিএম

জনসচেতনতা বৃদ্ধিতে নির্মাণ খাতের পরিদর্শন কার্যক্রম শুরু 

জনসচেতনতা বৃদ্ধিতে নির্মাণ খাতের পরিদর্শন কার্যক্রম শুরু 

নির্মাণ খাতে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে প্রতি মাসের নির্ধারিত যেকোনো দু’দিন কল-কারখানার পাশাপাশি নির্মাণ সাইট পরিদর্শন করবেন কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর। অধিদফতরেরর মহাপরিদর্শক শিবনাথ রায় সই করা এক আদেশে এ বিশেষ পরিদর্শনের নির্দেশ দেয়া হয়।

আদেশে বলা হয়, বুধবার (২০ নভেম্বর) থেকে আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত প্রতিমাসের ২০ ও ২১ তারিখ উপ-মহাপরিদর্শকের কার্যালয়, ঢাকার ১৯ জন শ্রম পরিদর্শক ৪০টি করে নির্মাণ সাইট পরিদর্শন করবেন।

ঢাকার উপ-মহাপরিদর্শক আহমেদ বেলাল বলেন, শ্রম পরিদর্শকগণ কল-কারখানা পরিদর্শনের পাশাপাশি অন্যান্য কর্মক্ষেত্র নিয়মিত পরিদর্শন করেন।

তিনি বলেন, নির্মাণ খাতের নিরাপত্তার বিষয়টি প্রাধন্য দিয়ে আমরা এ বিশেষ পরিদর্শনের কার্যক্রম শুরু করেছি। নির্মাণ সাইট পরিদর্শনের একটি চেক লিস্টও প্রস্তুত করা হয়েছে। শ্রম পরিদর্শকগণ নির্মাণ সাইটের মালিক-শ্রমিক সকলকে নিরাপত্তাই সর্বাগ্রে বিষয়টি বোঝাতে সক্ষম হবেন।

টিএইচ/একেএস

আরও পড়ুন