• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০১৮, ০৫:৩৮ পিএম

ঠাকুরগাঁওয়ে আদিবাসী ও দলিত জনগোষ্ঠীর মতবিনিময় সভা

ঠাকুরগাঁওয়ে আদিবাসী ও দলিত জনগোষ্ঠীর মতবিনিময় সভা

 

ঠাকুরগাঁওয়ে সমতলের আদিবাসী ও দলিত জনগোষ্ঠীর অধিকারভিত্তিক উন্নয়ন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) সকালে ঠাকুরগাঁও প্রেসক্লাব মিলনায়তনে জেলা এডভোকেসি প্লাটফর্ম কমিটির সভাপতি আবু তোরাব মানিকের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

সভায় বক্তব্য রাখেন হ্যাকস ইপার বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর অনিক আসাদ, প্রোগ্রাম কো-অর্ডিনেটর জাহেদুল ইসলাম নয়ন, ফাইনান্স অ্যান্ড এডমিন ম্যানেজার আবুল হাসনাত, জাতীয় আদিবাসী পরিষদের উপদেষ্টা অ্যাডভোকেট ইমরান আলী প্রমুখ।
আয়োজিত সভায় আদিবাসী ও দলিত জনগোষ্ঠীর সদস্য, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বারসহ এলাকাভিত্তিক উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা সমতলে বসবাসরত আদিবাসী ও দলিত সম্প্রদায়ের অধিকার ও উন্নয়নে খাসজমি বরাদ্দসহ তাদের শিক্ষা সংস্কৃতি রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহবান জানান।
এনএ